আসসালামু আলাইকুম। একজনের নিকট ১৫/১৬ বছর যাবত ৯ ভরি স্বর্ণ, ৫/৬ বছর যাবত ফিক্সড ডিপোজিট আছে ৬০০০০০, কৃষিজমি ২৭ কাঠা আছে। তার কোন ঋণ নেই। ৯ ভরির মধ্যে সাড়ে সাত ভরি তার নিজের এবং বাকিগুলো একেক সন্তানের (সন্তানরা ছোট)। ১৭/১৮ বছর যাবত ব্যক্তির কোন কর্ম নেই। জমানো টাকা দিয়ে সংসার চালায়। ব্যক্তির ওয়াইফ চায় যাকাত দিতে। কিন্তু ব্যক্তি বলে তার তো কোন কর্ম নেই। এই টাকা থেকেই তিনি এত বছর সংসারের খরচ চালিয়ে আসছেন। এক্ষেত্রে তাদের যাকাতের পরিমাণ কত হবে?
তারা কখনো যাকাত দেননি। তবে ব্যক্তির ওয়াইফ ২০০০/২৫০০ করে দিয়ে আসছে। পরিপূর্ণ যাকাত দিতে না পারায় ব্যক্তির ওয়াইফের কোন গুনাহ হবে কিনা? যেহেতু তার ওয়াইফ অপরাগ।