ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইবাদতে মনযোগী হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন।নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করবেন।
(২)সফর অবস্থায় কসর না পড়ে ভুলে ৪ রাকাতই পড়ে নেয়, যদি সে দু'রাকাতের মাথায় না বসে, তথা প্রথম বৈঠক না করে, তাহলে নামাযই হবে না।তবে প্রথম বৈঠক করলে, ঐ নামায অপরিপূর্ণতার সাথে আদায় হবে। নামাযকে আবার পড়ে নয়া উত্তম হবে।
فإذا أتم الرباعیة والحال أنہ قعد القعود الأول قدر التشھد صحت صلاتہ لوجود الفرض في محلہ وھو الجلوس علی الرکعتین وتصیر الأخریان نافلة لہ مع الکراھة لتأخیر الواجب وھو السلام عن محلہ إن کان عامداً ……وإلا أي: وإن لم یکن قد جلس قدر التشھد علی رأس الرکعتین الأولیین فلا تصح صلاتہ لترکہ فرض الجلوس في محلہ واختلاط النفل بالفرض قبل کمالہ (مراقي الفلاح مع حاشیة الطحطاوي، کتاب الصلاة، باب صلاة المسافر، ص: ۴۲۵، ط: دار الکتب العلمیة بیروت)، قولہ: ”لتأخیر الواجب“:وترک واجب القصر وترک افتتاح النفل وخلطہ بالفرد، وکل ذلک لا یجوز ، أفادہ السید عن الدر (حاشیة الطحاوي علی المراقي)، ومثلہ فی الدر والرد (کتاب الصلاة، باب صلاة المسافر، ۲: ۶۰۹، ۶۱۰، ط: مکتبة زکریا دیوبند) أیضاً۔
(৩) আসর-ইশা পর্যন্ত এই টাইমে স্রাব গিয়েছে কি না? এই ব্যাপারে যেহেতু আপনি আমি নিশ্চিত নন, তাই আপনার নামায বিশুদ্ধ হয়েছে।
(৪)পরিমিত প্রয়োজন অনুসারে খাওয়া দাওয়ার মাধ্যমে শরীর গঠন করা যাবে। পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে কোনো বিধিনিষেধ নাই। তবে বেশী খাদ্য গ্রহণ স্বাস্থ্যর জন্য মারাত্বক ক্ষতিকর। আপনি সুস্থ সবল হিসেবে বেঁচে থাকতে কি পরিমাণ খাবেন? সেটা হচ্ছে তাই, যা রাসূলুল্লাহ সাঃ বলে দিয়েছেন। তাছাড়া বিশেষ কোনো সমস্যা থাকলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-3799
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মোটকথাঃ- শরীরের রোগা রোগা ভাব দূর করতে এবং ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করতে পরিমাণের চেয়ে একটু বেশী খাবার গ্রহণ করা নাজায়েয হবে না।
(৫) কেউ যদি রেগুলার ইশার সালাত ৯ রাকাত পড়তে চায়, তাহলে সেটার অবশ্যই রুখসত থাকবে।