ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষের মৃত্যুর পর কাফন দাফনের পর তার সম্পত্তিকে ওয়ারিছদের মধ্যে বন্টনের পূর্বে তার ঋণ পরিশোধ করতে হয় যদি তার সম্পদ থাকে। যদি তার সম্পত্তি না থাকে, তাহলে ওয়ারিছদের জন্য ঋণ আদায় করা ওয়াজিব না হলেও সেটা ভালো ও উত্তম কাজ। এবং ওয়ারিছরা ঋণ আদায় করে নিলে মৃত ব্যক্তি মুক্ত হয়ে যাবে।
وفي التنوير مع الدر:
’’(ثم) تقدم (ديونه التي لها مطالب من جهة العباد).... (ثم) تقدم (وصيته)... (ثم يقسم الباقي) بعد ذلك (بين ورثته)‘‘.(كتاب الفرائض،532/10:رشيدية)
وفي السراجي:
’’ثم تقضى ديونه من جميع ما بقي من ماله، ثم تنفذ وصاياه من ثلث ما بقي بعد الدين، ثم يقسم الباقي بين ورثته‘‘.(المقدمة، الحقوق الأربعة المتعلقة بتركة الميت، ص:14:البشرى).فقط.واللہ تعالیٰ اعلم بالصواب.
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনারা নিজ সম্পত্তি থেকে বাবার ঋণ আদায় করে নিলে আপনাদের বাবা ঋণমুক্ত হয়ে যাবেন।
(২) আপনারা যেহেতু ঋণ পরিশোধের চেষ্টা করেছেন, তাই আপনারা সম্পূর্ণ দায়ভার মুক্ত হয়ে যাবেন। তারপরও কোনো ঋণ থাকলে এজন্য আপনাদেরকে দায়ভাড় নিতে হবে না।