আসসালামু আলাইকুম।
আমরা ৪ জন মিলে একটা জায়গায় ছাত্রদের পড়াবো। প্রথম দুইজন স্কুলের ছাত্রদের পড়াবে আর পরের দুইজন কলেজের ছাত্রদের পড়াবে। আমরা রুম ভাড়া, রুমের মেরামতের খরচ, আমাদের কোচিং এর প্রচার-প্রচারণার খরচ সব ভাগ করতে রাজি হলাম। কিন্তু ইনকাম নিয়ে দ্বিমত হয়েছে। এক পক্ষ বলছে, যারা স্কুলের ছাত্রদের পড়াবে তারা খালি স্কুলের ছাত্রদের দেয়া বেতন থেকে টাকা পাবে, আর যারা কলেজের পড়াবে তারা কলেজের টা। বাকি দুইজন বললো যে, স্কুল+কলেজ সবার বেতন একত্রিত করে তারপর চারজনের মাঝে সমানভাবে ভাগ হবে।
এই দুইটা মতের মধ্যে কোনটি শরিয়তের দৃষ্টিতে জায়েজ এবং কোনটি নাজায়েজ?