Assalamu Alaikum.
আমাদের ৬ জন ছোটবেলার কাছের বন্ধুদের নিয়ে একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে। যেখানে আমরা নিয়মিত প্রতিদিনের workout update share করি সবাই। যেমন:পুশ আপ, সিট আপ, রানিং, সাইক্লিং ইত্যাদি। প্রতি মাস শেষে workout এর amount বিবেচনায় আমরা নিজেদের মধ্যে একটা ranking করে গ্রুপে ম্যাসেজটা পিন করে রাখি। জাস্ট self development এর একটা পার্ট। মাঝে মাঝে কয়েকজন পুরা মাস সিরিয়াসনেস ধরে রাখতে পারেনা। এখন আমরা যদি এমন একটা পদক্ষেপ নেই যে, আমাদের ৬ জনের মধ্যে যে লাস্ট পজিশনে থাকবে মাস শেষে সে বাকি ৫ জনের প্রত্যেককে মাত্র ৩০/৪০ টাকা সমপরিমাণের কিছু খাওয়াবে (সবাই এই শর্তে রাজি থাকবে)। এটা সিরিয়াস কোনো পেনাল্টি হিসেবে না, জাস্ট সবাই যেনো লাস্ট না হওয়ার চেষ্টা আরো বাড়িয়ে দেয় এবং eventually যেটা প্রত্যেকের ওয়ার্কআউট এফিসিয়েন্সি বাড়িয়ে দিবে বলে আমার ধারণা।
এমন পদক্ষেপ কি বৈধ হবে? অবৈধ হলে কারণগুলো বলবেন এবং কোন নিষেধাজ্ঞার আওতাধীন হবে সেটাও।
ধন্যবাদ।।