আসসালামু আলাইকুম
আমার একজন পরিচিত বোন। উনি একটা হারাম রিলেশন এ জরিয়ে গিয়েছিল। তারপর যখন বুঝতে পারে যে এটা হারাম সে এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে অনেক। কিন্তু পারে নি। তাই পরিবার কে জানিয়েছে বিষয় টা যাতে করে তাদের বিয়ে দেওয়া হয়। কিন্তু পরিবার তার সব আত্মীয় যেমন : খালা,মামা,খালাতো বোন, খালাতো ভাই এদের কে জানিয়ে সবাইকে ডেকে এনে মেয়েটাকে অপমান করেছে। সবাই জেনে তারা তাদের কাছের সবাইকে জানিয়ে দিয়েছে বিষয় টা। এভাবে সব আত্মীয়রা জেনে গিয়ে মেয়ে টাকে হেয় করছে, ছোট করছে।
১.এখন আমার কথা হলো, যারা গোপন বিষয় টা সবাইকে জানিয়ে মেয়ে টাকে ছোট করেছে (খালাতো বোন,মামা)দের সাথে যোগাযোগ ছিন্ন করলে কি পাপ হবে? আর মেয়ে টা তো পাপ থেকে বাচতেই পরিবার কে জানিয়েছে। এখন যদি এই বিষয় এর জন্যে মামা খালারা নিজে থেকেই যোগাযোগ ছিন্ন করে তবে কি মেয়ে টার কোনো পাপ হবে?
২. যদি পরিবার দ্বীন দারি কে প্রাধান্য না দিয়ে দ্বীনহীন কারো সাথে বিয়ে দিতে চায় আর মেয়ে টা যে ছেলে কে বিয়ে করতে চেয়েছিল তার দ্বীনদারী থাকে কিন্তু বংশের দিক থেকে নিচু হয় তবে কি মেয়ে টা পালিয়ে বিয়ে করতে পারবে?আর পালিয়ে বিয়ে করার পর যদি আত্মীয়রা আর কখনো যোগাযোগ না রাখে তবে কি মেয়েটার পাপ হবে?