ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত।সময়মতো নামাজ পড়তেই হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। (সুরা নিসা: ১০৩)
যে কাপড়ে নাপাকি লেগেছে যদি ওই কাপড়ের চতুর্থাংশ বা তার বেশি অংশ পবিত্র হয় এবং ঐ ব্যক্তির নিকট কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে এবং ঐ কাপড় ছাড়া সঙ্গে অন্য কোনো কাপড়ও না থাকে এবং ব্যবস্থা করাও সম্ভব না হয়। অন্যদিকে নামাজের সময়ও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এমতাবস্থায় ওই কাপড় দিয়ে ওয়াক্তের ভেতর নামাজ আদায় করে নেবে। এবং পরবর্তীতে পুনরায় নামাজ পড়ার প্রয়োজনীয়তা হবে না। ( ইমদাদুল ফাতাওয়া: ১/১১৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি পরিহিত কাপড়ে চায় নাপাক হোক, প্রশ্নে বর্ণিত পরিস্থিতিতে নামায পড়ে নিবেন। পরবর্তীতে ঐ নামাযকে দোহড়ানো ওয়াজিব না হলেও পড়ে নেয়াটাই উত্তম।