আসসালামু আলাইকুম,
আমি একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে চাই আমার গ্রামে। পরিধি: প্লে থেকে ৩য় কিংবা ৫ম শ্রেনী পর্যন্ত। প্রতিষ্ঠানটি মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত করার পরিকল্পনা রয়েছে। মুল পরিচালক যিনি অন্যান্য শিক্ষকদের পরিচালনা করবেন তিনি আমার বন্ধুর স্ত্রী। এক্ষেত্রে, আমি আমার বন্ধুর মাধ্যমে প্রয়োজনীয় সকল খোজ খবর রাখবো এবং আমার বন্ধুও এই প্রতিষ্ঠানে যুক্ত থাকবেন। অধিকাংশ শিক্ষক আমার বন্ধুবান্ধবদের স্ত্রীদের থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি অভিভাবক এবং পুরুষদের সাথে যোগাযোগ রাখবো এবং মাঝে মাঝে ক্লাস নিবো। ফেতনার সৃষ্টি না এবং হাতে সময় থাকলে হলে নিয়মিত ক্লাস নিবো। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনক একটি দাওয়াহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। স্টুডেন্টদের কাছ থেকে প্রাপ্ত টাকা প্রতিষ্ঠানের পরিচালনার ব্যয় এবং দাওয়াহ এর কাজে ব্যয় হবে - ইনশাআল্লাহ।
১। উপরোক্ত সিন্ধান্তটি কি সঠিক হয়েছে কিংবা আপনি যদি কিছু পরামর্শ দিতেন।
২। আমি আরও কিছু সেবামূলক কাজ করতে চাচ্ছি যেমন: ছেলেদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, একটি ইউটিউব চ্যানেল (বিজ্ঞাপন মুক্ত), কিছু ইসলামিক অ্যাপ, মসজিদের সেবামূলক কাজ ইত্যাদি। তাই, আমি একটি নাম অনুসন্ধান করছি। এক্ষেত্রে, আপনার কাছে অনুরোধ থাকবে কিছু নাম সাজেস্ট করার যেখান থেকে আমি বেছে নিবো।
৩। উপরের কাজ গুলো করার জন্য তাওয়াক্কুল নামটি কেমন? যেমন: তাওয়াক্কুল ইসলামিক স্কুল, তাওয়াক্কুল ট্রাস্ট, তাওয়াক্কুল স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি কিংবা মিসবাহ ইসলামিক স্কুল। তাওয়াক্কুল এবং মিসবাহ উল্লেখিত কাজগুলোর জন্য কি যথার্থ?
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।