আসসালামু আলাইকুম।
নিজের প্রয়োজনে জমি বিক্রি করার পর ক্রেতা কিছু টাকা দিয়ে জমিটা ভোগ করতে থাকে কিন্তু টাকা চাইলে পরে আর দিতে চায়না, এড়িয়ে যায়। জমিটা এখনো রেজিস্ট্রি করা হয়নি। এখন এ অবস্থায় যদি জমির মালিক জমিটি অন্যত্র বিক্রি করে প্রথম ক্রেতার যে টাকাটুকু পেয়েছিল সেটা ফেরত দিয়ে দেয় তবে কি গুনাহ হবে? (ক্রেতা-বিক্রেতা সহোদর)