আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একটা বিষয় নিয়ে চিন্তিত তাই প্রশ্ন করছি, একটু সহজ ভাবে নেওয়ার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ।
ছেলের বাবা মারা গিয়েছেন। এরপর খুব স্বাভাবিক ভাবেই ছেলের চাচার সাথে তার মায়ের বিবাহ সম্পন্ন হয়েছে। দুই পরিবারের মাত্র একজনই ছেলে।এ পরিবারে বিয়ে হলে পর্দার ব্যাপারে কিরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত?পর্দার পরিবেশ কেমন থাকতে হবে এখানে?যেহেতু পাত্রের বর্তমান বাবা সম্পর্কে পাত্রের চাচা হন।কিন্তু পরিস্থিতির কারণে সম্পর্কের একটু ছন্দপতন হয়েছে।আমি জানতে চাচ্ছিলাম পাত্রের নতুন বাবা তো পাত্রীর নন-মাহরাম হিসেবেই থাকবে। এক্ষেত্রে কিভাবে সবকিছু মেইনটেইন করা উচিত।
বিদ্র-এখনো বিয়ে হয়নি।পাত্রী তার পর্দার ব্যাপারে চিন্তিত,।তাই প্রশ্ন করা