আসসালামুআলাইকুম মুহতারাম,
রাব্বি শব্দের অর্থ "আমার প্রতি পালক"। কারো নাম যদি "ফজলে রাব্বি খান" হয় তাহলে নামটি কি পরিবর্তন করতে হবে? উল্লেখ্য তাকে অনেকেই রাব্বি নামে ডাকে। রাব্বি নামে ডাকলেও কি গোনাগার হতে হবে যদি এর অর্থ কেউ জানুক বা না জানুক? আর যার নাম রাব্বি, সেও কি গোনাগার হবে?