ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রত্যেক জিনিষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটির মধ্যে আল্লাহ ভিন্ন ভিন্ন স্বাদ উপকার ও অপকার রেখেছেন। ঐ জিনিষ খেলে এটা হবে, এই জিনিষ খেলে ঐটা হবে, এগুলো আল্লাহরই সৃষ্টি।
সুতরাং অমুক খাবার তমুক খাবার খেলে চুলকানি বেড়ে যাবে যেমন ডাল, ইলিশ, গরুর গোশত ইত্যাদি। দুধ খেলে পেটের সমস্যা হবে। এমনটা বলা শিরক হবে না।
আল্লাহ তা'আলা বলেন,
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
তিনিই সে সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমীনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতঃ তিনি তৈরী করেছেন সাত আসমান। আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। (সূরা বাকারা-২৯)