ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) এমন কোনো দুইজন নারীকে একসাথে বিবাহ বন্ধনে আবদাধ করা যাবে না।যাদের কোনো একজনকে পুরুষ সাব্যস্ত করলে তাদের মধ্যকার বিবাহ জায়েয হয় না। সুতরাং স্ত্রীর বোনের মেয়েকে বিয়ে করা যাবে না।হ্যা, স্ত্রীর সাথে তালাক হয়ে গেলে ঐ স্ত্রীর বোনের মেয়েকে বিবাহ করা যাবে।
(২)
সংসারের সুখশান্তির জন্য পরস্পর মিল মহব্বতের স্বার্থে আপনি তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। যদি মাফ চাওয়া ব্যতিত সম্ভব না হয়, তাহলে মাফ চেয়ে নিবেন।
(৩)
অন্যর সংসারকে বাঁচাতে আপনি এক্ষেত্রে বলতে পারবেন যে, এ সম্পর্কে আপনি কোনো জ্ঞান রাখেননা। এ সম্পর্কে আপনার তেমন জানাশোনা নেই।