আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি বিবাহিত, বিয়ের আগেই আমার মা আমাকে প্রায় 1 ভরি স্বর্ণালংকার হাদীয়া দিয়েছেন যার বর্তমান দাম 1,08,145 টাকা। বর্তমানে এইগুলোর সম্পূর্ণ মালিকানা এক আমিই।
আমি পেশায় একজন হোম টিউটর। মাসিক ইনকাম 15-20k যা আমার মাসিক সংসার খরচ এই ব্যায় হয়। এবং জমানো কোনো টাকা নেই।
আমার উপর কি যাকাত ফরজ হয়েছে?
যদি হয়ে থাকে !
1)আমার স্বামীর পার্মানেন্ট কোনো জব নেই , টিউশন করতেন। এখনো টিউশন করেন । এখন বর্তমানে তার মাসিক ইনকাম সাড়ে 3 হাজার টাকা। যেটা উনার হাত খরচেই দরকার হয়। এখন এই টাকা টা কি অনেক দিতে পারবো?
2)
আমার ফুফু আমাদের বাড়িতেই থাকে তার স্বামী সন্তান নাই। তার ভরণ পোষণ আমার চাচা রাই বহন করেন। উনি কি যাকাতের হকদার হবেন?