আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
86 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত প্রশ্ন:

১/অগ্রীম বেতন নেওয়া জায়েজ কিনা?

২/ছাত্রী যদি মিস দেয় সেক্ষেত্রে কি সে বেতন কম দিবে নাকি পূর্ণ বেতন ই দিবে?

৩/ শিক্ষিকা যদি মিস দেয় সেক্ষেত্রে কি ছাত্রী সম্পূর্ণ বেতন দিবে নাকি তার বেতন কমাতে হবে শিক্ষিকার এবসেন্ট অনুযায়ী?

৪/Q-A  কোনো ছাত্রী যদি ভাঙতি মাসে জয়েন করে তাহলে তার বেতন কত তারিখ থেকে কত তারিখ কাউন্ট করা হবে?

Q-B  উদাহরণস্বরূপ ; কেউ যদি মাসের 10 তারিখে জয়েন করে তাহলে কি আগামী মাসের 10 তারিখে তার পূর্ণ হাদিয়া কাউন্ট করতে হবে?

৫/ ছাত্রী নিজে ভাঙতি মাসে কোর্স জয়েন করলেও যদি তার থেকে সেই মাসের পূর্ণ হাদিয়া একাডেমী গ্রহণ করে তাহলে এটা কি একাডেমীর জন‍্য জায়েজ হবে?

৬/যদি এমন নিয়ম করা হয় ;

যেমন ১০ তারিখের মধ‍্যে জয়েন করলে ফুল হাদিয়া দিবে আর ১৫ বা তারপর জয়েন করলে অর্ধেক মাসের হাদিয়া দিবে।
এটা জায়েজ হবে?

৭/উপরের প্রশ্নগুলো এক জন ছাত্রী একাকী পড়ার ক্ষেত্রে কি উত্তর হবে??
আর যদি ব্যাচ আকারে পড়ার ক্ষেত্রে কি হবে? কারন এক্ষেত্রে দেখা যায় কোন 2/3 জন কোন কারনবশত বা অবহেলাবশত অনুপস্থিত থাকলেও শিক্ষক উপস্থিত থাকেন ও নির্দিষ্ট নিয়মে ক্লাস নিয়ে থাকেন। এক্ষেত্রে কি হুকুম হবে?

৮/যদি কোন স্টুডেন্ট এডভান্স টাকা দেয় আর সে মাএ অল্প কয়টা ক্লাস করেছে, হাফ মাস ও না!
এবং সে লিভ নেয় কিন্তু জানাইনি যে সে ২/৩ মাস পর আবার ফেরত এসে সেই এডভান্স টাকা দিয়ে অন্য কোর্স করতে চাইবে বা টাকা ফেরত চাইবে!
এখন টাকা কি দেয়া জরুরী বা অন্য কোর্স কি করতে দেয়া বাধ্যতামুলক?
কারন সে টিচার এভেইলেবল ছিলো কিন্তু ঐ বোন এভেইলেবল ছিলোনা!
এটার মাসাআালা কি??

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

(০১)
সুরা মায়েদার ০১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ۬ؕ
হে মুমিনগন! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে।

) عُقُودٌ শব্দটি عقد শব্দের বহুবচন। এর শাব্দিক অর্থ বাঁধা, আবদ্ধ করা। চুক্তিতে যেহেতু দুই ব্যক্তি অথবা দুই দল আবদ্ধ হয়, এজন্য এটাকেও عقد বলা হয়েছে। এভাবে عقود এর অর্থ হয়- عهود অর্থাৎ চুক্তি ও অঙ্গীকার। [তাবারী] 

বস্তুত: দুই পক্ষ যদি ভবিষ্যতে কোন কাজ করা অথবা না করার বাধ্য-বাধকতায় একমত হয়ে যায়, তবে তাকেই আমরা আমাদের পরিভাষায় চুক্তি বলে অভিহিত করে থাকি। অতএব, উপরোক্ত বাক্যের সারমর্ম এই যে, পারস্পরিক চুক্তি পূর্ণ করাকে জরুরী ও অপরিহার্য মনে কর। [আহকামুল কুরআন লিল জাসসাস]

সুরা নিসার ২৯ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾ 

 হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।

আরো জানুনঃ 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
কোনো শিক্ষক যদি অগ্রীম বেতন নিতে চান,আর শিক্ষার্থীরাও তাতে সন্তুষ্টি চিত্তে রাজি হয়,তাহলে সেটি জায়েজ আছে।

(০২)
এক্ষেত্রে পূর্ণ বেতন দিতে হবে।

(০৩)
হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ». 

 ‘আব্দুল্লাহ ইবনু মাস্‘ঊদ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অন্যান্য ফরয কাজ আদায়ের সাথে হালাল রুযী-রোজগারের ব্যবস্থা গ্রহণ করাও একটি ফরয। 
(শু‘আবুল ঈমান ৮৩৬৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৬৯৫,মিশকাতুল মাসাবিহ ২৭৮১)
,
শরীয়তের বিধান মতে ছুটির দিন গুলো কাজের দিনের হুকুমেই।
তাই সেই দিন গুলোর বেতন গ্রহন নাজায়েজ নয়। 
তবে অসুস্থতা এবং এবং নিজ প্রয়োজনীয় ছুটির দিন গুলোর বেতনের বিষয় টি উক্ত প্রতিষ্ঠানের নিয়মের উপর নির্ভর করবে।
যদি উক্ত প্রতিষ্ঠানের এই জাতীয় কোনো নিয়ম না থাকে,তাহলে সমাজে,অন্যান্য জায়গায় এটা কিভাবে হয় বলে প্রসিদ্ধ আছে,সেই অনুযায়ী আমল হবে।
অন্যান্য জায়গায় যদি বেতন দেওয়া প্রসিদ্ধ হয়,তাহলে বেতন দিবে,অন্যথায় নয়।
(ফাতাওয়ায়ে হক্কানিয়্যাহ ৬/৩৫১)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শিক্ষিকা যদি মিস দেয়,সেক্ষেত্রে তাদের মাঝে সেই দিন গুলোর বেতন দিতে হবে,মর্মে চুক্তি হলে সেই দিন গুলির বেতন দিতে হবে।

যদি তাদের মাঝে সেই দিন গুলোর বেতন দিতে হবেনা,মর্মে চুক্তি হয়,তাহলে সেই দিন গুলোর বেতন দিতে হবেনা।

আর যদি তাদের মাঝে এই বিষয়ে কোনো চুক্তি/আলোচনা না হয়,সেক্ষেত্রে 
সেই সমাজে,অন্যান্য জায়গায় কি করা হয় বলে প্রসিদ্ধ আছে,সেই অনুযায়ী আমল হবে।
অন্যান্য জায়গায় যদি এই দিন গুলির বেতন দেওয়ার নিয়ম প্রসিদ্ধ হয়,তাহলে বেতন দিবে,অন্যথায় নয়।

(০৪)
নিয়ম অনুসারে আগামী মাসের 10 তারিখে তার পূর্ণ হাদিয়া কাউন্ট করতে হবে।

তবে তাদের যদি বিষয়টি লিখিত ভাবে নিয়ম আকারে থাকে বা শিক্ষক যদি স্টুডেন্টকে আগেই বলে দেয় যে আমার এখানে নিয়ম হলো ভাঙতি মাসে জয়েন হলে পুরো মাসের টাকা দিতে হবে,আর শিক্ষার্থী এতে রাজী থাকলে পূর্ণ মাসের বেতন দিতে হবে।

(০৫)
আগে থেকেই একাডেমির এটা লিখিত নিয়ম থাকলে বা তারা আগেই বিষয়টি বলে দিয়ে থাকলে তারা পূর্ণ বেতন নিতে পারবে।

নতুবা পারবেনা।

(০৬)
এক্ষেত্রে স্টুডেন্ট সন্তুষ্টি চিত্তে রাজী হয়ে ভর্তি হলে তাহা জায়েজ হবে।

(০৭)
একই উত্তর হবে।

কোন 2/3 জন স্টুডেন্ট কোন কারনবশত বা অবহেলাবশত অনুপস্থিত থাকলেও যদি শিক্ষক উপস্থিত থাকেন ও নির্দিষ্ট নিয়মে ক্লাস নিয়ে থাকেন,সেক্ষেত্রে সকলকে পূর্ণ টাকাই দিতে হবে।

(০৮)
এক্ষেত্রে শিক্ষক এক মাসের বেশি টাকা নিতে পারবেনা।
এক মাসের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 143 views
...