আসসালামু আলাইকুম উস্তায।
১. যদি অনলাইন শপ কর্তৃপক্ষ বিজ্ঞাপন দিয়ে ক্রেতার নিকট শুধু নাম, ঠিকানা আর কত পিস পণ্য নিবে এটা জেনে নেয়। কোন অগ্রিম টাকা না নেয়। শুধু জেনে নেয় কতগুলো লাগবে কারণ একেবারে বেশি কিনে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে। এরপর নিজের টাকায় পণ্য কিনে হস্তাগত করে, এরপর ক্রেতার থেকে অগ্রিম টাকা নেয়, ক্রেতার নিকট পূর্বোল্লিখিত যত পিস লাগবে তদানুসারে পাঠায় এটা কি নাজায়েজ লেনদেন পদ্ধতি?
২. পণ্যের স্টক শেষ, ইনবক্সে নক দিয়ে ক্রেতা বলল কেনার কথা, তাকে বলা হল স্টকে নাই, ক্রেতা নিজেই বলল আপনি অর্ডারটা নেন, যখন স্টকে আসবে তখন দিয়েন এটা কি জায়েজ হবে?
৩. ক্রেতাকে যদি বলাই হয় আমাদের স্টকে নাই, আমরা ছাপিয়ে কাল আপনাকে দেব, আপনি টাকা দিন, এভাবে ক্রেতার সন্তুষ্টিতেই যদি পণ্য হাতে না থাকাবস্থায় চুক্তি করি সেটা কি নাজায়েজ?