আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
361 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আমি একটা চাকরী করি। অফিস এ নামাজ পরার ভালো বাবস্থা আছে। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে আসি তখন প্রায় সময় এ দেখি কুকুর বিড়াল এর পায়খানা। যতটা সম্ভব এড়িয়ে হাঁটি কিন্তু তারপর ও অনেক সময় এ শুকনা পায়খানা জুতার নিচে লাগে। জুতা তো বোরকা তেও স্পর্শ হয়। এখন তাহলে কি আমি অফিস এ আসার পর ওই বোরখা পরে নামাজ পরতে পারবো? আর কুকুরের শুকনা পায়খানা কি নাপাক?

উত্তর জানা টা খুব প্রয়োজন। অনুগ্রহ করে সাহায্য করবেন।

1 Answer

0 votes
by (573,660 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

আল্লাহ তায়ালা বলেছেন

وثيابك فطهر

কাপড় পবিত্র রাখো,,,
(সুরা আল মুদ্দাচ্ছির ০৪)

https://www.ifatwa.info/2677 নং ফাতাওয়ায় বর্ণনা করা হয়েছে যে,

ইবনে আবেদীন শামী রাহ লিখেন,

(قوله: وطين شارع)طين الشوارع عفو وإن ملأ الثوب للضرورة ولو مختلطا بالعذرات وتجوز الصلاة معه.................أقول: والعفو مقيد بما إذا لم يظهر فيه أثر النجاسة كما نقله في الفتح عن التجنيس

প্রয়োজনের ধরুণ রাস্তার মাঠি ক্ষমাযোগ্য। যদিও কাপড় মাঠি দ্বারা লেপ্টে যাউক না কেন এবং যদিও সেই মাঠি নাজাসত দ্বারা মিশ্রিত হউক না কেন।এদ্ধারা নামায বিশুদ্ধ হবে।তবে যদি  নাজাসতের চিন্থ দৃশ্যমান থাকে,(এক দিরহামের বেশী হলে)তাহলে নামায বিশুদ্ধ হবে না।(রদ্দুল মুহতার-১/৪২৪) 

শরীয়তের বিধান মতে সাধারণ অবস্থায় রাস্তার কাদা পাক। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে যদি কাদায় নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে তা নাপাক। এটি কাপড়ে লাগলে ঐ জায়গা ধুয়ে নিতে হবে। 

আলআশবাহ ওয়ান নাযাইর ১/১৯৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/২৩; ফাতহুল কাদীর ১/১৮৬; আততাজনীস ১/২৫৯।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বোরকাতে নাপাকির (বিড়াল,কুকুরের পায়খানা বা অন্য কোনো নাপাকির) কোনো চিহ্ন বা গন্ধ পেলে সেটি নাপাক বলে গন্য হবে।

এমতাবস্থায় সেটির পরিমান এক দিরহাম বা তার চেয়ে বেশি হলে তাহা পাক না করে সেটি পরিহিত অবস্থায় নামাজ আদায় করা যাবেনা। 
তবে এর পরিমান এক দিরহাম চেয়ে কম হলে সেই বোরকা পরিধান করে নামাজ আদায় করা যাবে।

আর যদি আপনার আপনার বোরকায় নাপাকির কোনো চিহ্ন বা গন্ধ না পাওয়া যায়,
সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
উক্ত বোরকা পরিধান করে নামাজ আদায় করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
বোরকায় নাপাকির কোনো চিহ্ন বা গন্ধ নেই। জাঝাকিল্লাহু খয়রন। অনেক উপকার হল উত্তর টা পেয়ে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...