নামাজে ফরজ আদায়ে অয়থা তিন তজবি পরিমান সময় দেরী করলে সাহু সিজদা ওয়াজিব হয়,এইটা জানার পরে থেকে বিষয়টা পরিষ্কার করার জন্য কিছু জিনিস জানা দরকার বিবেচনায় প্রশ্ন করছি আশা করি সাাহায্য পাবোা....
১. নামাজের ভিন্ন তিন টি জায়গায় যদি কেও এক আয়াত করে করে রিপিট করে তবে কি তার ফরজ দেরী করার জন্য সাহু সিজদা আসবে? যেমন : প্রথম নামাজে সুরা ফাতিহায় এক এবং সুরায় এক আয়াত , আবার পরের রাকাতে সুরা ফাতিহায় আবার এক আয়াত .
২. নাামাজের তিনটি ভিন্ন জায়গায় যদি এক আয়াত করে করে সময় নষ্ট করে তবে কি তার সব মিলিয়ে সাহু সিজদা আসবে ?না কি এই ক্ষেত্রে এক সাথে তিন তসবিহ পরিমান সময় নষ্টকরা শর্ত।
৩.কেও যদি কোনো নামাজে রুকু সিজদায় কোনো তসবিহ পাঠ করে না , শুধু কপাল লাগায় আর তোলে তার কি সেই নমাজ গুলোা দোহরাতে হবে?
৪. একাকি নামজে কেও যদি রুকু সিজদার তজবি না পাঠ করে শুধু রুকুতে তিন তজবি , বা সিজদায় তিন তজবি বা প্রতি রুকু সিজদায় এক তজবি পরিমাণ সময় তজবি পাঠ না করে বসে থাকে , এতে কি তা অযথা দেরী হিসাাব বিবেচনা করে সাহু সিজদা দিতে হবে ?
শায়েখ ইদানিং একটা সমস্যার মাঝে পরেছি ্ িএইটা কে কি ওসওযাসার মাঝে পরে নাকি না তা বুজতে পারছি না, ওসওয়াসা হলে তো এটা মাথা থেকে বাদ দিতে পারতাম ,ওসওয়সা বিবেচনা করে আশা করি আপনি সাহায্য করবেন
৫. আজকে একটি বড় সংখ্যা লেখা শুরু করার সময় আমার মনে তালাকের চিন্তা চলে আসে। কিন্তু শুধু তালাকের ভাবনাই আসে না কি আমার বউকে উদ্দেশ্য করেই ভাবনা আসে তা বলতে পারছি না, তখন আমি লেখা না থামিয়ে সংখ্যাটি সম্পূর্ণ লিখে ফেলি, আমার কি এতে বিবাহে সমস্যা হবে?
৬. আমার তো আমার বউকে ত্যাগের কোনো ইচ্ছে ও নাই। তা সত্ত্বেও আমার মাথায় যদি তালাক শব্দ লিখা, বলা বা বিভিন্ন সংখ্যা বলা বা লিখার সময় যদি আমার মনে মনে চলে আসে যে আমি আমার বউকে তালা*ের উদ্দেশ্য করে এসব বলছি।(কিনতু আমার তো তেমন চাওয়া নাই) তাছাড়া মাঝে মাঝে এসব তালাকরে কথা /কল্পনা মনে থাকা অবস্থায়ই আমি সংখ্যা গুলো বলি বা লিখি বা সেই শব্দ গুলৈা ও বলি(যেহেতু বিভিন্ন প্রেক্ষাপটে তা আমার বলতে হয়)
এই গুলো কি ওসওয়াসা? এর ফলে কি আমি বুঝাতে তবে কি বিবাহে সমস্যা হবে? অনেক সময় তো ইচ্ছে না চাইলেও মাথায় বা কল্পনায় চলে আসছে। এগুলো ওসওয়াসা ভেবে বাদ দেওয়ার মতো, না কি এসবের ফলে সমস্যা হবে . আমি টিক মতো বুঝাতে পারলাম কি না জানি না , আশা করি আপনি না বুঝলে জানাবেন , বা সিদ্ধান্ত দিবেন্।
জাজাকাল্লাহ ..