এক বোনের প্রশ্ন - আমার ফ্যামিলির আমরা চেষ্টা করি ইসলাম মানতে। আমার বাবা সবসময় জামাতে নামাজ পড়েন। এমনকি মসজিদে তালিম দেন, তাবলিক জামাআতের দায়িত্ব নেন, মানে মসজিদের সবাই ভালো চিনে তার মসজিদে তালিম আর কোরআন হাদিস নিয়ে আলোচনার জন্য। এমনকি রাস্তায় মানুষের সাথে দেখা হলে তাদেরও নসিহা দেন, নামাজ পড়তে বলেন, ইসলামি কাজ করতে বলেন৷ মানে ঘরের বাইরের মানুষেরা তাকে অনেক সম্মান করে। অনেক মানে অনেক বেশিই। কিন্তু বাহিরের মানুষের সামনে যতটা ভালো, বাসায় ততটাই নিকৃষ্ট। উনি আমাকে, আমার মাকে অনেক গালি গারাজ করেন। সামান্য কারণেই এমন করেন। যেমন- বাইরে থেকো এসে গেইটে শব্দ করতেছে, খোলতে একটু দেরি হলেই মুখ দিয়ে খারাপ ভাষা। ঘরে ভুলবসন লাইট জালিয়ে রাখলে গালি শুরু করেন। মানে এমন এমন কথা বলেন যে, ওই কথাগুলো শুনার পর ওই মানুষটার সামনে যেতেই লজ্জা হয়, বমি আসে।আবার এখন কথায় কথায় আম্মাকে ইচ্ছেমত মারে, গা কালো হয়ে যায় মারের জন্য। আম্মা সহ্য করে, কারণ আম্মার যাওয়ার মতো কোন জায়গা নেই। আমিও মেয়ে মানুষ, আমার মাকে নিয়ে আমি কোথায় যাবো?? কেউ নাই যে আমাদের জায়গা দিবে। আমার মায়ের সাথে বিয়েটা এখনও আছে কি না বাবার তাও সন্দেহ হয় আমার। আর আমি কিছু বললে বাড়ি থেকে বের করে দিবে বলে হুমকি দেয়৷ আর মুখের ভাষা এতো খারাপ। টাকা দেয় না, আমি যে মেয়ে মানুষ, মাসে কিছু লাগে তাও দিতে চায় না। আম্মা খারাপ খারাপ কথা শুনে, আমার জন্য টাকা নিয়ে আসে। এদিকে আমার বিয়েও হচ্ছে না, আর হলেই বা কি আম্মাকে কোথায় রেখে যাবো। সব মিলিয়ে আমি এখন দিশেহারা। কারণ উনি(বাবা) ইসলামি বিধান সব জানেন,সারাদিন বাসায় হাদিসের বই, কোরআন পড়েন। উনাকে বুঝানোর মতো কিছু নেই। এখন মনে হয়, আজ আমার মায়ের যদি টাকা থাকতো তাহলে, না আম্মুকে এসব সহ্য করতে হতো, আর না আমাকে। আমার নানি নাই, নানা বুড়া। মামার বাড়ি থাকে। আম্মারও আর জায়গা নাই। কোথায় যাবে কিভাবে থাকবে। আমি আমার বাবাকে কিভাবে বুঝাবো?? আমার প্রতি মোনাজাতে আমি দোয়া করি উনার জন্য। বছর চলে যা, উনার হিংস্রটা যেনো বেড়েই যাচ্ছে। আম্মাকে নিয়েও ভয় হচ্ছে, এসব সহ্য করতে না পেরে আবার কোন ভুল কিছু করে ফেলে কি না। আমি কি করবো উস্তাদ??? আর পারছি না এসব নিতে। কেউ এই লেখা ফেইসবুকে ভাইরাল করবেন না, স্কিনশট নিবেন না।(করলে মুনাফিকী কাজ হবে,কারণ আমি পারমিশন দেইনি)