জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
রমজানে কোনো রোযা কাজা হয়ে গেলে পরের রমজান আসার আগেই তার কাজা আদায় করে নিতে হবে।
শরিয়তসম্মত কারণবশত রমজানে তার ভাংতি রোজাগুলো পরবর্তী রমজান আসার আগে কাজা করতে না পারে, তবে রমজানের পরবর্তী সময় সেই (পূর্বের রমজানের) রোজাগুলো তাকে অবশ্যই কাজা করে নিতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ يَكُونُ عَلَىَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلاَّ فِي شَعْبَانَ. قَالَ يَحْيَى الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم.
আহমদ ইবনু ইউনুস (রহঃ) ... ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উপর রমযানের যে কাযা থেকে যেত তা পরবর্তী শাবান ছাড়া আমি আদায় করতে পারতাম না। ইয়াহিয়া (রহঃ) বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যস্ততার কারণে কিংবা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ব্যস্ততার কারণে।
(বুখারী শরীফ ১৮২৬)
★যদি একাধিক রমজানের রোজা কাযা হয়ে যায় তাহলে কাযা আদায় করার সময় কোন রমজানের রোজার কাযা আদায় করছে এটা নির্দিষ্ট করা জরুরী। তবে যদি কাযা রোজার সংখ্যা অনেক বেশি হয় এবং তা নির্দিষ্ট করা কঠিন হয় তাহলে -জীবনের সর্বপ্রথম কাযা রোজা রাখলাম- এভাবেও নিয়ত করতে পারবে।
আল আশবাহ ওয়ান নাযায়ির : ১/১১৫
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে রমাদানের আগেই কাজা আদায়ের চেষ্টা করবেন।
কষ্টকর হয়ে গেলে সেক্ষেত্রে রমদানে পরে কাজা আদায় করতে পারবেন।
সেক্ষেত্রে যেহেতু একাধিক রমাদানের কাজা একত্রিত হবে,তাই কাজা আদায়ের ক্ষেত্রে
আপনি কোন সালের রোযার কাজা আদায় করছেন,সেই সাল নির্দিষ্ট করবেন।
(০২)
এক্ষেত্রে আপনার সীনা কিবলা হতে ঘুরিয়ে গেলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।
(০৩)
এক্ষেত্রে আপনার অপচয়ের গুনাহ হচ্ছে।
তবে বাচ্চার রিজিক থেকে খাবার কমে যাচ্ছেনা।
আপনি সেই খাবার কোনো প্রানীকে দিতে না পারলে তাতে লবণ মসলা দিয়ে আপনার খাবারের উপযুক্ত করে সেটা আপনি খাবেন।
তাহলে আর অপচয় হবেনা।
(০৪)
ভালোভাবে নিংড়াতে না পারলেও যেভাবে পারেন,সেভাবেই নিংড়িয়ে নিবেন।
তারপরেও প্রত্যেকবার নিংড়িয়ে নিতে হবে।
তারপরেও সম্ভব না হলে সেক্ষেত্রে কাপড় ধোয়ার জন্য আপনার স্বামী বা অন্য কাহারো সহযোগিতা নিতে পারেন।