আসসালামু আলাইকুম উস্তায। আমার আব্বু ব্যাংকের চাকরি থেকে রিটায়ার্ড করেছেন কয়েকবছর হল। প্রতি মাসে আব্বুর পাওয়া পেনশনের টাকা দিয়ে আমার আব্বু,আম্মু,ভাই-ভাবী,২ভাতিজার সংসার চলে। আমার ভাইয়ার অল্প বেতনের চাকরি। ভাইয়া শহরে থাকে। ভাবী আর বাচ্চার আব্বু-আম্মুর সাথে গ্রামে থাকে। ভাইয়া ৫হাজার দেয় আব্বুকে সংসার খরচের জন্য। বাকি টাকা শহরে তার নিজের থাকা-খাওয়া,ভাবী-বাচ্চাদের ওষুধ খরচে চলে যায়। হয়ত মাস শেষে ৫০০/১০০০টাকা থাকে। কোনো সময় সেটাও থাকেনা। আমার আব্বুর নামে বাড়ি আছে, মোটামুটি কিছু জায়গা-জমি আছে। কিন্তু সেগুলো এখনো আব্বুর নামেই, আমার ভাইদের নামে এখনো লিখে দেননি। সামনে আমার ভাবীর বড় একটা অপারেশন আছে। যেটার পুরো খরচ ম্যানেজ করা ভাইয়ার পক্ষে সম্ভব নয়। ভাইয়ার নিজস্ব কোনো সম্পদ নেই৷ ভাবীর ১জোড় কানের দুল+১টা নাকফুল আছে, যেটা নিসাব পরিমাণ হয় না।
এমতাবস্থায়, কেউ যদি ভাইয়াকে যাকাত বা সদকাহর টাকা দেয় তাহলে কি ভাইয়া-ভাবী সেটা নিতে পারবে?