ভাই,
আব্বু আমাকে নিতে আসতেসে ইন শা আল্লাহ,কিন্তু প্রবলেম এখন ভিন্ন আমাদের বাসায় বন্ধকি জমির চাল খাওয়া হয় এই খাবার টা প্রশ্নবিদ্ধ এটা নাহয় আমি আম্মুকে কোন ভাবে টাকা দিয়ে বা সদাকা করে ফিল আপ করে ফেললাম,কিন্তু আমি শুনেছি আম্মু রেশন থেকে বাজার করে এখন আমি জানিনা কি কি রেশন থেকে কিনেছে,৭ দিন তো না খেয়েও থাকা যাবে না,সরকার রেশন সবার জন্য উন্মুক্ত করে দেয়নি এক্ষেত্রে কি করতে পারি?
আমি দেড় টার সময় নামাজ পড়তে আসছি,পড়ে শেষ করে করতে ৩:৩০ বেজে গেছে,কারণ অজু ভেঙে যায়,এটা মেডিক্যাল প্রবলেম না,এটা সালাতের সময় ই হয়,ইবাদতে বাধা লাগে,প্রথমবার অজু করে নামাজ শেষ করার চুতুর্থ রাকাতে অজু শেষ,আবার দ্বিতীয় বার অজু করে আসছি আবার করতে হল তৃতীয় বার,সালাতে শব্দ করে ফেলসি তাই আবার পড়তে হবে কিন্তু অজু তো নাই তাই চতুর্থ বার করে এসে পড়ে উঠসি আলহামদুলিল্লাহ এমন আমার রেগুলার রুটিন হয়ে গেছে,বার বার জাদুর ধরন চেঞ্জ হয় আগে প্রতি নামাজের জন্য দুই বার করে অজু করতে হত,তারপর এশার সময় সবচেয়ে বেশি ভেঙে যেত,মাঝে মাঝে এক অজু দিয়েই পড়তে পারি আবার দুই ওয়াক্ত ও পড়তে পারি,আলহামদুলিল্লাহ,আর প্রতি দিন কাজের প্যাচ লাগে মাঝে মাঝে না,তাই রুকাইয়া করার জন্য সময় পাই না,এখন তায়াম্মুম করলে আমার জন্য খুব ভালো হয় ইন শা আল্লাহ