১)যদি আমি মনে করি,আল্লাহকে যেভাবে ভয় করা,ইবাদাত করা উচিত সেভাবে কোন মানুষ এর পক্ষে করা সম্ভব না,তবে কি গুনাহ হবে??
নাকি এটা ই সঠিক??
২)আমি আল্লাহর কাছে দুয়া করলাম আল্লাহ যেন আমাকে মুসা (আ) এর মত সুঠাম সুন্দর দেহ আর শারীরিক শক্তি দান করেন।
এটা তো আর মানুষের পক্ষে ব্যায়াম করে করা সম্ভব না।
আল্লাহর রহমতে হয়।
কিন্তু এখন যদি আমি ব্যায়াম ও করি এই ভেবে যে যদি আল্লাহ মুসা (আ) এর মত দেহ আর শক্তি নাও দেন,তাও এই ব্যায়ামের উসিলায় সাধারণত মানুষের পক্ষে যেমন সুঠাম দেহ গঠন সম্ভব সেরকম অন্তত আমি লাভ করতে পারব।
এতে কি গুনাহ হবে?
বা দুয়া কবুলের সসম্ভাবনা কমে যাবে?
৩)ধরুন আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে।
আমার তাকে খুব পছন্দ।
আর আমি আল্লাহর কাছে ওয়াদাকরেছি যে যা কিছু আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বাধা হবে, আমি তাই সরায় দিব জীবন থেকে
তো আজকাল নামাজ পরতে গিয়ে মনে হয় আমি কি জন্য নামাজ পরছি??
আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে যেন আমার হবু বউ বাধা না হয়,আর তাকে জীবন থেকে সরানো না লাগে সেজন্য??
এভাবে আমার নামাজে সমস্যা হচ্ছে।
?
ওই মেয়েকে বিয়ের চিন্তা বাদ দিলেই কিন্তু আর এই সমস্যা থাকে না।
আমার এখন কি করনিয়??
ওই মেয়েকে বিয়ের চিন্তা বাদ দিব???
৪)স্ত্রী স্বামী কে কষ্ট দিলে যেমন গুনাহ হবে, স্বামী যদি স্ত্রী কে কষ্ট দেয় তবে কি একই রকম গুনাহ হবে???