আসসালামু আলাইকুম হুজুর,
আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে একটা শব্দ আঞ্চলিক ভাষায় অনেক অর্থ বহন করে। একটি শব্দের অনেক অর্থে ব্যবহার করা হয়।
আমার প্রশ্ন হচ্ছে, ছেড়ে দেওয়া তো শুধু তালাক অর্থে ব্যবহার হয় না। আরও অনেক অর্থে ব্যবহার হয়। তাহলে এই শব্দটা শুধু কি ছারীহ নাকি অর্থ বেধে কেনায়া শব্দ???
খুব টেনশনে আছি। দয়া করে উত্তর দিবেন। যেমন,
(১) স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হয়ে স্ত্রীর ব্যবহার কষ্ট পেয়ে স্বামী যদি স্ত্রীকে বলে, আজকে তোমাকে ছাড়ছি নেক্সট টাইম আর তোমাকে ছাড়বো না মনে রেখো।
(অর্থাৎ, আজকে ছাড় দিছি এর পর আর ছাড় দিবনা। এখানে ছাড়ছি কথাটা মাফ দেয়া, সুযোগ দেয়া অর্থে ব্যবহার হয়েছে। নেক্সট আর মাফ বা সুযোগ দিবে না। বা আজকে কিছু করলাম না বা আমার হাত থেকে বেচে গেলা পরের বার এরকম করলে আমার কাছ থেকে বাচবা না। পরের বার এরকম করলে তোমাকে আমি উচিৎ শিক্ষা দিবো। এই অর্থেই বলছে। স্পষ্টভাবে তখন ভাব বুঝা গেছে। ছাড়ছি একটা আঞ্চলিক শব্দ, যা ছাড় দিছি বুঝায়।
এখানে ছেড়ে দিলাম কথাটিও উচ্চারণ করেনি। , এখানে তালাকের কোন অর্থ প্রসংগ কোন কিছুই ছিলো না।
এটা দুজনের মধ্যে কারো মাথায়ই তালাক বিষয়টা ছিলো না।
প্রসংগ টা ছিলো অন্য একটা পারিবারিক কথা নিয়ে
হুজুর, এরকম কথা বললেও কি তালাক হবে???
(২) আজকে ছাড়ছি নেক্সট আর তোমাকে ছাড়বো না এসব কথার জন্য, মনে থাকে যেন ( এসব কথা বলতে স্ত্রীর যেই কথা গুলো স্বামীর পছন্দ হয় নি)। একসাথে পুরো কথাটা বলছে অনেকবার।
এই সেন্টেন্স টা আমাদের সমাজে খুব প্রচলিত, যাতে পরবর্তীতে এরকম অপরাধ আর না করে তার জন্য বলে থাকে।স্বামী -স্ত্রী, বা অন্য কেউ একে অপরকে এই ধরনের কথা বলে থাকে।
এখানে তালাকের কোন প্রসংগই আসে নাই।
নেক্সট যাতে স্ত্রী এরকম ব্যবহার না করে তাই বলছে।
ছাড়ছি বলতে এখানে মাফ দেয়া, ছাড় দেয়া বা শাস্তি না দেয়া ইংগিত করে বলছে।। নেক্সট টাইম আর মাফ করবে না, শাস্তি দিবে। তাহলে কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোন বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে? একটু বলেন প্লিজ...
কারন অন্য সময় কিছু বললে স্ত্রীকে মারতে আসতো। তো আজকে সে মারবে নাই তাই এভাবে বলছে । অর্থ টা এরকম ভাবেই ভাব প্রকাশ করছে তবুও টেনশনে আছি, যেহেতু সেন্সিটিভ বিষয়।
(৩)ছেড়ে দেয়া, ছাড়ছি, ছেড়ে দিলাম কথাটির অর্থ যদি অন্যটা বহন করে তাহলে কি কেনায় শব্দ হবে।
এসব প্রশ্নউত্তর সার্চ দিয়ে বার বার পড়ে সব কিছু উলট পালট লাগছে। একবার মনে হয় কোন সমস্যা হয়নি আবার মনে হয় যদি হয়ে থাকে। তাই আপনাদেরকে প্রশ্ন করলাম।
একটু দ্রুত উত্তর দিবেন দয়া করে।