আসসালামু আলাইকুম,
আমার একজন নিকটাত্মীয়ার প্রায় ১৫ ভরি স্বর্ণ আছে। কিন্তু তার হাতে যাকাত দেওয়ার মত ক্যাশ টাকা আসেনা। উনার এই স্বর্ণ ভবিষ্যতে দুই সন্তানের মাঝে বণ্টন করে দেওয়ার নিয়ত আছে (যারা বর্তমানে নাবালক, ছেলে ১০বছর, মেয়ে ১বছর)। আমার আত্মীয়া ঐ স্বর্ণের কিছু নিজের জন্য এবং কিছু দুই বাচ্চাকে নিয়ত করে দিয়ে দিলে কি ঐসব স্বর্ণের উপর এখন যাকাত আসবে?