আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
শাইখ,আমি অনলাইনে একটি দুইদিন এর ক্লাস এর রেজিস্ট্রেশন করেছি,কিছু শেখাবে পড়াশুনার বিষয়ে,একটা সফটওয়্যার সম্পর্কে। রেকর্ডও দিয়ে দিবে। মাত্র ৫০-১০০টাকা প্রতি জন।কাউকে এই ক্লাসের কিছু দেয়া যাবে না এমন কোনো শর্ত দেয়া হয়নি সেখানে। যদি আমার কোনো টিচার সেই ক্লাস আমাকে রেকর্ড করে রাখতে বলে,যে তার অন্য স্টুডেন্টকে দিবে তাহলে তা জায়েজ হবে কিনা। তবে,আমি বুঝতে পেরেছি তিনিই রেকর্ড শুনবেন,স্টুডেন্ট এর জন্য না। নিজের জন্য বলেছেন,কারণ উনিও ঐ সাবজেক্ট এই আছেন। কিন্তু উনাকে যদি বলি ম্যাম আপনি টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন,অল্প টাকা।তাহলে আদবের খেলাপ হয়,তিনিও অত্যন্ত রাগান্বিত হবার কথা। এভাবে বলা যায়না। এই টিচারের হাতে আমার অনেকগুলো মার্ক্স আছে,এমনকি এর উপর গ্র‍্যাডুয়েশনের সার্টিফিকেট আটকে থাকতে পারে।এতে আমি আমার দেশের বাড়িতে বাবা-মার কাছে ফিরে যেতে পারবো না। আর আমি যদি না করি, তাহলে আমাকে ওজর দেখাতে হবে। উনাকে বুঝানোর মতো সত্য ওজর আমি পাচ্ছি না।আর ক্লাসের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে পারছি না,কারণ যোগাযোগ করতে হলে গাইরে মাহরামকে ইনবক্সে নক দিতে হবে। ফিতনার জন্য আমি তা করতে চাচ্ছি না।
১)এমতাবস্থায় যদি কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিমধ্যে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে থাকে,তাহলে আমি রেকর্ড করে রাখতে পারবো আর ম্যাডামকে দিতে পারবো? বা,তারা যে রেকর্ড দিবে,তা ম্যাডামকে দিতে পারবো?
২)রেকর্ড যাতে না দিতে হয়,সেজন্য আমি বানিয়ে মিথ্যা ওজর দিতে পারবো?