১) দুইজন সাধারণ মানুষ একজন মাসুদ (দুষ্ট প্রকৃতির) এবং অন্যজন শফিক (নরম স্বভাবের), যখন মাসুদ আমাকে গালি দিতো তখন তাকে কিছু বলিনি কারণ সে আরও গালাগালি করবে, ঝামেলা করবে কিন্তু । শফিক যখন আমাকে গালি দিতো তখন আমি তাকে ধমক দিতাম বা আঘাত করতাম কারণ সে আমাকে পাল্টা কোন জবাব দেবে না।
এই দুই মানুষ এর প্রতি আমি যে অসমতা করলাম এর জন্য কি আমার গুনাহ হবে ?
২) আমার কি সবার সাথে সমান আচরণ করতে হবে নাকি অবস্থা বুঝিয়া বাবস্থা লইতে হবে ?
৩) আমি কি পাপী হব যদি আমি একজন কঠোর শিক্ষককে বেশি সম্মান করি কিন্তু একজন নরম শিক্ষককে কম সম্মান করি?
৪)যাদের চরিত্র খারাপ তাদের কাছ থেকে সুবিধা ভোগ করার জন্য নরম আচরণ করলাম কিন্তু অন্নদের সাথে সাধারন আচরন করলাম, এইটা কি উচিত ?