আমি বিকাশের ব্যবসা করে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। উস্তায তো অবশ্যই অবগত আছেন বর্তমান ট্রান্সজেন্ডার পরিস্থিতি নিয়ে। ব্রাক কোম্পানি আমাদের দেশের ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামিতা প্রচার প্রসারে নিরলশ ভাবে গত অনেক বছর যাবত কাজ করে যাচ্ছে। তারা আমাদের দেশে সমকামিতা প্রতিষ্ঠান করতে চায়। ব্রাকের যেই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে রয়েছে ব্র্যাক ব্যাংক, বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি, আরং ইত্যাদী। এছাড়াও আরো আছে, এগুলো বেশি পপুলার। এখন তাদের বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ব্র্যাকের সমস্ত প্রতিষ্ঠানকে পরিপূর্ণভাবে বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এবং বলা হচ্ছে মুসলিম হিসেবে এখন এটা অবশ্যই কর্তব্য এবং তাদের পরিপূর্ণ ভাবে বয়কট করা ঈমানের দাবি। পশ্চিমাদের হয়ে তারা আমাদের দেশে ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামিতা প্রতিষ্ঠায় মূল এজেন্ডা হিসেবে কাজ করতেছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যেহেতু বিকাশের ব্যবসা করে থাকি, এখন কি আমার উপর বিকাশ পরিপূর্ণভাবে বয়কট করা ফরজ?? এখন বিকাশের ব্যাবসা করা কি আমার জন্য জায়েজ হবে না?? আমি যদি এখন বিকাশের ব্যবসা করি তাহলে আমার ইনকাম কি হারাম হবে??