জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় এমন যেগুলির যথার্থ তো যথার্থই এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থ: বিবাহ, তালাক, রাজআত। - ইবনু মাজাহ ২০৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১১৮৫
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
★শরীয়তের বিধান হল "তালাক দিয়ে দিবো","ছেড়ে দিয়ে দিবো", এ কথা গুলি বলার দ্বারা তালাক পতিত হবে না।
কারণ, ভবিষ্যতের দিকে তালাকের সম্বন্ধ করলে তালাক পতিত হয় না।
এগুলো ওয়াদা মূলক কথা মাত্র,এতে তালাক পতিত হয়না।
(রদ্দুল মুহতার ৪/২৭৪; হেদায়াহ ১/২৮০।)
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
"তার বাবা মাকে নিয়ে চোগলখোরি করলে তালাক জুটবে কপালে"
আমাদের সমাজে উক্ত বাক্য দ্বারা ভবিষ্যতের দিকে ইঙ্গিত বুঝানো হয়।
সুতরাং উক্ত বাক্য বলার সময় স্বামী যদি ভবিষ্যতে তালাক দিবে,এমন নিয়ত করে,তাহলে এক্ষেত্রে উক্ত বাক্য বলার পর স্ত্রী তার স্বামীর বাবা মাকে নিয়ে চোগলখোরি করা সত্ত্বেও তালাক হবেনা।
হ্যাঁ উক্ত বাক্য বলার সময় স্বামী যদি তালাক পতিত হওয়ার নিয়ত করে থাকে,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে সতর্কতামূলক এক তালাকে রজয়ী পতিত হয়েছে ধরে নিতে হবে।
এক্ষেত্রে পুনরায় ঘর সংসার করতে চাইলে স্ত্রীকে "ফিরিয়ে নিলাম" বললেই হবে
পুনরায় বিবাহ পড়িয়ে নিতে হবেনা।
এ সংক্রান্ত জানুনঃ-