আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ উস্তাদ।
আমি একজন জেনারেল লাইন থেকে দ্বীনের পথে ফেরা মেয়ে। দ্বীনের বুঝ আসার পর থেকে যতটুকু সম্ভব আল্লাহর বিধিনিষেধ মেনে চলার চেষ্টায় থাকি আলহামদুলিল্লাহ। তবে আমার সবচেয়ে বেশি খারাপ যেটা লাগে সেটা হচ্ছে আমার বাবা একজন ব্যাংকার। বাবার চাকরির শুরু থেকে এই পর্যন্ত প্রায় ২৮ বছর উনি ব্যাংকে জব করছেন। বাবাকে বিভিন্ন ভাবে নসিহা করেছিলাম, তবে বাবা এত বছর পর এসে অন্য কোথাও আর জব খুজে সুবিধা করতে পারেননি। আমার বাবাই পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার ভাই এখনো ছোট, পড়াশোনা করছে। আমার দাদুকেও বাবা দেখাশোনা করেন। এই অবস্থায় জব ছেড়ে দিলে সবার উপর ব্যাপারটা পরবে। আমাদের একটা ফ্ল্যাট আছে, আর কিছু দাদার উত্তরাধিকার সূত্রে পাওয়া জায়গা জমি আছে। এমত অবস্থায় ইসলামি শরীয়াহ অনুযায়ী আমার জন্য কতটুকু নেওয়া জায়েজ হবে?
১. আমার এখনো বিয়ে হয়নি, আমার অভিভাবক বলতে এখন বাবাই। আমার ভরনপোষণ সহ যাবতীয় যা খরচ সব বাবাই বহন করেন, আমার জন্য এগুলো কি জায়েজ হচ্ছে? না হলে আমার করনীয় কি?
২. পরবর্তীতে সম্পত্তির যে ভাগ বাটোয়ারা হবে, সেখান থেকে আমার ভাগ নেওয়াটা কি আমার জন্য জায়েজ হবে? উল্লেখ্য, আমাদের ফ্ল্যাটটা বাবার ইনকামের টাকা দিয়েই করা, এটার ভাগ নেওয়া কি জায়েজ হবে?
৩. বাবার ইনকামের টাকায় করা ফ্ল্যাটটা ভাড়া দেওয়া, সেই ভাড়ার টাকাটাও কি হারাম? নাকি সেটা হালাল হবে?
৪. দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জায়গা জমির যদি ভাগ হয়, সেখান থেকে কি আমার ভাগ রাখতে পারবো? আমার দাদার ইনকাম হালাল ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।
৫. আমার বিয়ের পর আমার অভিভাবক হবেন আমার স্বামী। তখন কি আমার জন্য বাবার বাড়িতে আসা যাওয়া, খাওয়া দাওয়া জায়েজ হবে? বা কোন উপহার দিলে নেওয়া ঠিক হবে?
৬. আমার বাবার জন্য যদি আমি সারা জীবন আল্লাহর কাছে মাফ চেয়ে যাই, আল্লাহ কি আমার বাবাকে আমার উসিলায় মাফ করে দিবেন? এরকম কি কোন হাদিস/রেফারেন্স আছে? সন্তানের দুয়ায় বাবা মার গুনাহ মাফ হওয়ার। থাকলে প্লিজ জানাবেন।
আমাকে বিস্তারিত ফতোয়া দিয়ে সাহায্য করবেন উস্তাদ। জাঝাকাল্লাহু খইরন।