আমার বাবা দুইটা মাদ্রাসার সভাপতি। আগেই বলে রাখা ভাল, আমার আব্বু চান না আমি এতটা ডীপলি ইসলাম নিয়ে পড়াশোনা করি। ইসলাম বলতে তিনি চান আমি যেন নামাজ পড়ি আর রোজা রাখি। তিনি চান আমার ছোট বোনের মত আমিও একা একা বাহিরের দেশে পড়াশোনার জন্য ILTES পড়ি।
আমি আব্বুকে বলছিলাম "আব্বু তুমি সভাপতি পদ ছেড়ে দাও " "কারণ যার বাবা মাদ্রাসার সভাপতি সে কখনো তলিবুল ইলম হতে পারে না"। রেগে উত্তর দিলেন "কেনো"। আমি বললাম "কারণ একজন মাদ্রাসার সভাপতি একজন শিক্ষককে পদত্যাগ করার ক্ষমতা রাখে"।
আব্বু বললেন, তোরে শয়তানে ধরেছে। কি সব শয়তানি পড়াশোনা করতেছোস।
আমি আর কিছু না বলে আব্বুর কাছ থেকে চলে এসেছি কারণ আমি জানি আমার আব্বু অনেক রাগী। আব্বু রাগের চোটে কি করেন, কি বলেন তিনি নিজেও জানেন না।
আমার এখন কি করা উচিত ? আমি কি আর এখন পড়াশোনা করতে পারবোনা ? আমি পড়তে চাই।