আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ ওয়া বারকাতুহ। একজন ডিভোর্সি নারী সুদের চাকুরী হবার কারনে ব্যাংকের চাকুরী ছেড়ে দেন। আগেও উনার অভিভাবক উনার উপর কিছু কারনে রেগে ছিলেন , এরপর চাকুরী ছেড়ে দেয়ায় অনেক খানি রাগ করেন। বলতে গেলে উনার সাথে কথা ও বলেন না। উনার আর্থিক দায়িত্ব নেয়ার কেউ নেই। উনার অভিভাবক বর্তমানে শুধু উনার মাস্টার্সের টিউশন ফি এবং খাবার-থাকার খরচ চালান। ওই নারী খুব কম বয়সেই চাকুরী শুরু করেন এবং আর্থিক ভাবে খুব স্বাবলম্বী ছি্লেন। এখন লজ্জায় মুখ ফুটে অভিভাবকের কাছে চাইতে পারেন না, বিশেষত উনার প্রতি এরুপ ব্যবহারের জন্য। উনার নিতান্ত প্রয়োজনীয় জিনিস কিনার টাকা ও উনার নাই। গহনা সেল করে অনেক দিন চলেছেন।এখন বলতে গেলে শুধু একটা স্বর্ণের হার আছে। উনি উনার চাকুরী করতেন যে ব্যাংকে সেখান থেকে বর্তমানে কিছু বেনিফিট প্রাপ্য। উনি প্রফিডেন্ট ফান্ডের (ব্যাংকের অংশ), সাথে আলাদা গ্রাচুইটি পাবার কথা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ্, উনি তাকওয়া র পথ অবলম্বন করতে পছন্দ করেন, মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিকি । কিন্তু পরিস্থিতে পরে মাসালা চাচ্ছেন। এই বেনিফিট নেয়া কি উনার জায়েজ হবে?