আসসালামু আলাইকুম। বাবা মা দুজনে বেচে আছেন, আমরা দুই ভাইবোন। আমি ছেলে সন্তান।আমার বাবা সরকারি চাকুরীজীবি ছিলেন। আমার এক মামার সন্তান নেই। মা প্রায় প্রায় আমাকে খোটা দিয়ে বলে আমাদের কোন সন্তান না থাকলে ভালো হইত, আমার এক ভাইয়ের সন্তান নাই, তার কি দিন যাচ্ছে না। সেতো ভালো আছে। এখন যদি আমি তাদের না বলে বাড়ি থেকে বের হয়ে যাই, তাদের সাথে যোগাযোগ না রাখি তবে কি আমি দোষী হয়ে যাব আল্লাহর কাছে?
আমার বয়স ৩০, অবিবাহিত। বিয়ের কথা যদি বাসায় বলি তবে বলে একাই একাই কর, আমার এখনো স্থায়ী কোন আয়ের ব্যবস্থা হয় নাই, বিভিন্ন ছোট ছোট আয়ের চেষ্টা করলেও বাসা থেকে অখুশি থাকে, যার কারনে করার আগ্রহ হারায় যায়। একা একা বিয়ের চেষ্টা করলেও বিশেষ কিছু হবেও না, এইদিকে প্রচুর ভাবে মাস্টারবের্ট আসক্ত, নিজেকে এ থেকে ছাড়ানো প্রচুর চেষ্টা করতেছি, চোখের হেফাজত করার চেষ্টা করছি, সাপ্তাহিক রোযা থাকার চেষ্টা করছি। তারপর নিজেকে বিরত রাখতে পারছি না, যদি এক দুই দিন বিরত থাকি তবে হয় স্বপ্নদোষ হয় না হলে প্রসাবের শেষে আসে দিনে দু একবার, স্বপ্নদোষ শারীরিক ভাবে খুবই অসুস্থ হই, শরীর ব্যাথা হয় প্রচন্ড। আর মাস্টারবেট না করলে শরীরে অলসতা আসে। আবার এই মাস্টাবেটের কারনে আমল ও ইবাদাতেরও ক্ষতি হয়। এখন চিন্তা হয় বিয়ে করলে কি দ্বীনি আল্লাহ ভীরু কোন মেয়ে পাব, শারীরিক ভাবে কতটুকু সুস্থ আছি তাও জানিনা, মাস্টারবেট সঙ্গে জড়িত থাকার বিষয় তার থেকে লুকানোটা কি প্রতারণা হবে?? ক্লাস নাইন টেন থেকে এই মাস্টারবেট জড়িত, এর মাঝে মাঝে বিরত থাকার চেষ্টা করেই আসছি। ২০২২ সালে রমজান মাসে শেষ ১০ দিন এতেকাফ থাকা কালীন বুজতে পারি আমার প্রসাব করার শেষে বীর্য আসে, ঐ ১০ দিন মাস্টারবেশন থেকে বিরত ছিলাম।। সঠিক পরামর্শ চাচ্ছি??