আসসালামু আলাইকুম।মানসিকভাবে মারাত্মক দুশ্চিন্তার মধ্যে আছি,দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন।কেনায়া তালাক সম্পর্কে আগে জানতাম না।এখন জানার পরে বিভিন্ন সময়ে আমার স্বামীর সাথে এধরণের কথাবার্তার বিষয় মনে পড়ছে আর বুঝতে পারছিনা এগুলোর দ্বারা তালাক পতিত হয়েছে কীনা।যেমন:
১)বিয়ের দিন বরপক্ষের লোকের সাথে ঝগড়া হয়। কিছুক্ষণ পর আমার মা আমাকে জিজ্ঞেস করে,"আমি একা চলতে পারব কীনা,নিজে ইনকাম করার মত সামর্থ্য যেহেতু আমার আছে"।আমি আবেগের বশে বলি"হ্যা পারব",আম্মু তালাক দেয়ার উদ্দ্যেশ্যে এই কথা বলছে কীনা সেটা আমি জানিনা,কোনকিছু না ভেবে আমি হ্যা বলছি।তখন আমার স্বামী অন্য ঘরে ছিল,বরপক্ষের সবাই চলে গিয়েছিল,আমাদের বিদায় কিছুদিন পরে হয়েছিল।সে এই কথপোকথন এর বিষয়ে কিছুই জানেনা।আমার এই কথার দ্বারা কী তালাক পতিত হয়েছে?
২)আমার স্বামীকে নামায পড়ার কথা বা কোন ধর্মীয় কাজ করার কথা বলার সাথে সাথে সে আমাকে বলেছিল,"আমিত খারাপ, হুজুর বিয়ে কর তাহলে,করবা?আমি কোন উত্তর দিতাম না।অনেকবার শুনতে শুনতে আমি সম্ভবত একদিন বলেছিলাম "হ্যা করব,তুমি খোঁজ "। এটা আমি নিয়ত থেকে বলিনি,সেও আমাকে ভয় দেখানোর জন্য এরকম বলত আমি সেটা বুঝতাম এইজন্যই আমিও তাকে ভয় দেখানোর জন্য উত্তরে এরকম বলেছিলাম।সে আমার ব্যাপারে অনেক বেশি পজেসিভ,কোন পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলাও সে পছন্দ করেনা এবং সে আমাকে অনেক ভালবাসে এটা আমি বুঝি।এতে কী তালাক পতিত হয়েছে?
৩) আমি বাবার বাড়িতে ছিলাম।আমার খালা,মামার প্রসংগ নিয়ে আমার স্বামীর সাথে ঝগড়া লাগে।মোবাইলে কথা-কাটাকাটি হচ্ছিল,বাড়িতে আমার আম্মু,আব্বু,ভাইরা ছিল ঝগড়ার সময়,আমি ফোনে তার সাথে কথা বলছিলাম।আমার স্বামী সম্ভবত বলেছিল খালা,মামার সাথে সম্পর্ক ত্যাগ করতে,তখন আমার আম্মু আমাকে এসে বলে,ওদের সাথে সম্পর্ক না থাকলে তার সাথেও আমার কোন সম্পর্ক নাই।এই কথা শুনে আমি আমার স্বামীকে বলি,"আমার মায়ের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি তোমার সাথে থাকব না" সে বলে,"আমিত তোমার মা এর সাথে সম্পর্ক ত্যাগ করতে বলিনাই,তাকে নিয়ে আমার কোন সমস্যা নাই"।কথা-কাটাকাটির এক পর্যায়ে সে বলে,"তুমি যদি না থাকতে চাও তাহলে তুমি কাগজপত্র রেডি কর,তোমার বাবা মা কে বল "।(সে এটা নিয়ত করে বলেনি আর তালাক শব্দ উচ্চারণ করেনি) আমি বলি,"আমি কেন করব,তুমি কর,তুমি তোমার বাবা মা কে বল"(এটা আমি নিয়ত করে বলিনি) সে বলে,"আমার তো তোমাকে নিয়ে কোন সমস্যা নাই,আমিত তোমাকে ছাড়ব না"।অইদিন বা এরপরে এই জাতীয় আর কোন কথা হয়নি,আমার খালা, মামা বা আম্মু কারো সাথেই সম্পর্ক ত্যাগ করতে বলেনি এবং সবার সাথেই এখন খুব ভাল সম্পর্ক।ভুল বুঝাবুঝি সব সমাধান হয়ে গেছে।এতে কী তালাক পতিত হয়েছে?
কেনায়া তালাকের ব্যাপারে জানার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এইসমস্ত কথা সে নিয়ত করে বলেছিল কীনা।সে আল্লাহর কসম করে বলেছে,এ পর্যন্ত কোনোদিন সে তালাকের নিয়তে এই জাতীয় কোন কথা বলেনি।আমি বারবার তাকে এগুলো নিয়ে প্রশ্ন করায় সে খুব বিরক্ত হচ্ছে,আবার যতটুকু পারে সাহায্যও করছে কিন্তু এটা সে পছন্দ করছেনা সেটা আমিও বুঝতে পারছি কিন্তু আমি নিজে মারাত্মক দুশ্চিন্তায় আছি।কোন কাজে মনোযোগ দিতে পারছিনা। সারাক্ষণ মনে হচ্ছে বিয়েটা ঠিক আছে কীনা।সামনে আমার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা,পড়াশোনাও করতে পারছিনা।মোবাইলে সারাক্ষণ এগুলা সার্চ করতে থাকি।খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি।দয়া করে সাহায্য করুন।