ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)
وَأما الْكَلْب فَهُوَ عَدو ضَعِيف دنيء
স্বপ্নে কুকুর হল,দুর্বল ও নিকৃষ্ট শত্রু।(জামেউ তাফসিরিল আহলাম-১/১৮৬)
কিছু মানুষ বা জ্বীন রয়েছে,যারা উক্ত শিশুর আশপাশে ওৎ পেতে রয়েছে শত্রুতা করার জন্য।
উক্ত শিশুর পিতার মাতার প্রতি নাসিহা হল, তারা ফরয,ওয়াজিব, সুন্নত বিধানকে গুরুত্বসহকারে পালন করবেন।সামর্থ্যানুযায়ী গরীব-মিসকিনকে কিছু দান করবেন। আর নিম্নোক্ত দুআ পড়বেন।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম,ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।