ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
كسر عظم الميت ككسره حيا
মৃত মানুষের হাড্ডিকে ভাঙ্গা জীবিত মানুষের হাড্ডি ভাঙ্গার মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩০৪)
সুতরাং মৃত্যুর পর হাসপাতালে অঙ্গদান জায়েয হবে না।অবশ্যই এতে গোনাহ হবে।
জীবিতদের জন্য বিশেষ প্রয়োজনে অঙ্গ ক্রয় জায়েয হলেও বিক্রি করা কখনো জায়েয হবে না।(জাদীদ ফেকহী মাসাঈল-৫/৪৫)
"وَالْآدَمِيُّ مُحْتَرَمٌ بَعْدَ مَوْتِهِ عَلَى مَا كَانَ عَلَيْهِ فِي حَيَاتِهِ. فَكَمَا يَحْرُمُ التَّدَاوِي بِشَيْءٍ مِنْ الْآدَمِيِّ الْحَيِّ إكْرَامًا لَهُ فَكَذَلِكَ لَا يَجُوزُ التَّدَاوِي بِعَظْمِ الْمَيِّتِ. قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِ عَظْمِ الْحَيِّ»" . ( شرح السیر الکبیر(1 /89)
তাছাড়া মানুষ তার নিজের শরীরের মালিক নয় বরং সে তার নিজের শরীরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে, সুতরাং সে তার নিজের শরীর কাউকে দিতে পারবে না।