আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১.উস্তাদ,,,যোনিপথে যদি কোনো ওষুধ শরীরের ভিতরে প্রবেশ করাতে হয়,,,তবে সেক্ষেত্রে হুকুম কি? গোসল ফরজ হবে?
২. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে,, নামায পড়ার সময় পেটে চাপ লেগে যদি স্রাব বা পানি বের হয়,,তবে কি আবার ওযু করতে হবে? স্বাভাবিক অবস্থায় এমন হতো না। গর্ভবতী হওয়ার পর থেকেই চাপ লাগলে পেটে ওযু নষ্ট হচ্ছে বার বার। এক্ষেত্রে মহিলাদের জন্য শরীয়তের কোনো রুখসত আছে কি?