আসসালামু আলাইকুম
আমি আগে প্রশ্ন করেছিলাম আমার সাদাস্রাবের কারনে অজু ধরে রাখতে পারি না, উত্তরে অনেকটা এমন বলা হয়েছিলো যে, আমার যে টাইমে এটা হয় না তখন অজু করে নামাজ পরে নিতে,
কিন্তু আমার স্রাব কখন হচ্চে এটা বুজা যায় না, নরমাল কোনো অজু ভংেগের কারন (বায়ু,পস্রাব,পায়খানা) হলে বুজতে পারে মানুষ কিন্তু স্রাব বের হলে বুজা যায় না এমননি এত বেশিও বের হয় না যে জামা / পা জামায় লাগবে,আমি টিস্যু দিয়ে পরিক্ষা করি হালকা ভিজলে ভেবে নেই অজু অভেংেগ ছে,কিন্তু এটা করা কস্ট কর,আর দিধা দন্দে থাকি অজু ভেংেছে নাকি এটা আগের পানি, বাসায় থাকলে পারা গেলেও বাহিরে গেলে সমস্যা, আর যেহেতু বুজা যায় না তাই নামাজে মনোযোগ থাকে না মনে হয় হয়ত বের হচ্চে,আবার না বুজা যাওয়ার জন্যে দেখা যায় নামাজ পরে কোরান পরতেসি কিন্তু অজু চলে গেছে কখন জানি না, এইটার কি সমাধান? আমি এইটাও ১০০% বলতে পারি না যে এটা কি সব সময়বের হচ্চে কি না যেহেতু বুজা যায় না,। আমি উমরাতে যাওয়ার নিয়ত করেছিলাম এখন এমন অবস্থায় কিভাবে কি করব যেহেতু তাওয়াফে অজু থাকা লাগে, আর আমি দেখেছি তাহাজ্জুত পরে শেষ করে ৫/১০ মিনিট পড় ফজর সেইটা পড়তে পারি না চেক করলে দেখি শ্রাব বের হয়েছে যদিও অল্প ভিতরে টিস্যু দিয়ে দেখা লাগে, এমন অবস্থায় কি করব আমি?