আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
172 views
in সালাত(Prayer) by (9 points)
হানাফী মাযহাব অনুসারে নামাজের সিজদায় দুনিয়াবি দু'আ করলে নামাজ ভেঙে যায়। বাংলায় দু'আ করলেও নামাজ ভেঙে যায়। শুধুমাত্র কুরআনের বর্ণিত আরবি দু'আ করা যায়। সেক্ষেত্রে কুরআনে বর্ণিত দুনিয়াবি কল্যাণ বিষয়ক দু'আ  (যেমন: বিয়ে ও সুসন্তান লাভের দু'আ, জ্ঞান বৃদ্ধির দু'আ, হিদায়াত প্রপ্তির দু'আ, আরোগ্য লাভের দু'আ ইত্যাদি) করা যাবে কি? যদি করা যায় তবে  এসব দু'আ কি কেবল ফরজ নামাজের সময়-ই করা যাবে? সুন্নত, নফল, বিতর সহ অন্যান্য নামাজে এসব দু'আ করা যাবে না?


২) মহিলাদের অযু করার সময় মাথা এবং পায়ের টাকনু ঢাকা থাকতে হবে? যদি মাথায় কাপড় না থাকে এবং পায়ের টাকনু আবৃত না থাকে এমতাবস্থায় অযু করলে অযু হবে কি?


৩) নামাজের পরপরই হাত উঠিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যআণ চেয়ে দু'আ করা কি বিদআত?

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

পরকালিন দু'আ না দুনিয়াবি দু'আ এ সম্পর্কে আরো স্পষ্ট করে ফাতাওয়ায়ে ক্বাযিখানে উল্লেখ করা হয় যে, 

فالحاصل انه دعا في الصلوة بما جاء في الصلوة أو في القرآن أو في الماثور لا تفسد صلاته ،وإن لم يكن في القرآن ولا في الماثور ولايستحيل سواله من العباد تفسد صلاته ،وإن كان يستحيل سواله من العباد لاتفسد صلاته ،

قاضي خان ،اولين ص;٦٨

حافظ كتب خانه،كوئته

মোটকথাঃ যদি কেউ নামাযে ঐ সমস্ত দু'আ দ্বারা দু'আ করে যা নবীজী সাঃ থেকে নামাযে বর্ণিত,বা কোরআনে কারীমে এসেছে,অথবা হাদীসের কোনো কিতাবে এসেছে,তাহলে উক্ত দু'আ করা বৈধ রয়েছে এবং এমন দু'আর কারণে তার নামায ফাসেদ হবে না। কিন্তু যদি উক্ত দু'আ কোরআন বা হাদীসের কোথাও না আসে।এমতাবস্তায় যদি সে এমন (বাক্যসমূহ দ্বারা) দু'আ করে যা বান্দার কাছে চাওয়া যায়,অসম্ভব নয়, তথা বন্দা সেই হাজত পূর্ণ করার সামর্থ্য রাখে,তাহলে এমতাবস্থায় উক্ত দু'আ করা যাবে না।করলে নামায ফাসেদ হয়ে যাবে। কিন্তু যদি এমন বাক্যাবলী দ্বারা দু'আ করে যা বান্দার কাছে চাওয়া অসম্ভব(যেমন হে আল্লাহ আমার নাতীর হায়াত বাড়িয়ে দাও ইত্যাদি)অর্থীৎ যা বন্দার সামর্থ্যর বাইরে,তাহলে এমতাবস্থায় উক্ত দু'আ (কোরআন হাদীসে বর্ণিত না থাকা সত্বেও) করা যাবে।নামায ফাসিদ হবে না।(ফাতাওয়ায়ে ক্বাযিখান-প্রথম ৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185




সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(১) কুরআন হাদীসে বর্ণিত যেই সব দু'আ এসেছে, সবগুলো পড়া যাবে।এতে যদি দুনিয়াবি কল্যাণ বিষয়ক দু'আ হয়  (যেমন: বিয়ে ও সুসন্তান লাভের দু'আ, জ্ঞান বৃদ্ধির দু'আ, হিদায়াত প্রপ্তির দু'আ, আরোগ্য লাভের দু'আ ইত্যাদি) তাহলেও করা যাবে। একাকি ফরজ নামাজ এবং সুন্নত, নফল, বিতর সহ অন্যান্য নামাজেও এসব দু'আ করা যাবে। 



(২) মহিলাদের অযু করার সময় মাথা এবং পায়ের টাখনু ঢাকা থাকতে হবে না। তবে মহিলারা পরু পুরুষের সামনে এগুলো খুলতে পারবে না।খুলে অজু করতে পারবে না।


(৩) নামাজের পরপরই হাত উঠিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যআণ চেয়ে দু'আ করা জায়েয।তাছাড়া সম্মিলিত ভাবে দু'আ করাও জায়েয।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/372



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...