আসসালামু আলাইকুম
আপনার একটা উত্তর আশা করি সমস্ত ওয়াসওয়াসা কে শেষ করবে সেই আশা নিয়ে প্রশ্ন টা করছি।
আমি ২০২২ সালের মাঝামাঝি থেকে তালাক সংক্রান্ত প্রশ্ন করতেছি। ২০২১ সাল থেকে সন্দেহ । আমাদের বিবাহ হয় ২০১৮ সালে । তারপর থেকে ২০২১ বা ২০২২ সাল পর্যন্ত অনেক ঝগড়া হয় আমাদের মাঝে। যখন থেকে মাসায়েল জানতে শুরু করলাম তখন থেকে আমি সতর্ক হয়ে যাই।কিন্তু আগের ঘটনা নিয়ে অনেক সন্দেহ প্রবন। এর পর থেকে প্রশ্ন করতেই থাকি ।এরমধ্যে টোটাল ৩ বার ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হই। আমাকে একাধিক আলেমগন পরামর্শ দিলেন যে অতীত নিয়ে কোন প্রশ্ন করতে না। আমিও প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি চাইনা আর প্রশ্ন করতে। আমার মনে এখনো অনেক সন্দেহ আছে অতীত নিয়ে। এমতাবস্থায় কোন বিষয়ে সন্দেহ থাকা সত্ত্বেও আমি যদি আর প্রশ্ন না করি ,আলেমদের পরামর্শ মেনে চলে স্ত্রীর সাথে সংসার করতে থাকি , আর অতীতে আমার কোন কথায় যদি ভূল হয়েও থাকে এর জন্য আল্লাহ কি আমাকে পাকড়াও করবেন?
এত টুকু জানালে আমি সারাজীবন অতীত নিয়ে আর কোন প্রশ্ন করতাম না।