আসসালামু'আলাইকুম।
পরিচিত একজন স্কুল শিক্ষক মারফত জানতে পারি, পরিবার নিয়ে চলতে (আর্থিক ভাবে)তার কষ্ট হচ্ছে, তাই তিনি তাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তার এক মেয়ে হোস্টেলে থাকে, সেখানেও খরচাপাতির বিষয় আছে।
এখন আমি যদি তার মেয়ের খরচ যাকাত থেকে দেই, তাহলে কি আমার যাকাত আদায় হবে?
(উল্লেখ্য: তার কাছে নিসাব পরিমাণ অর্থ আছে কিনা আমি জানি না।)