আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
১.ফজরের ফরজ নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ এ রহমানি(র) রহিম র উচ্চারণ টা বুঝা যায় নি বলে মনে হয়েছে আমি আমার ভুল সন্দেহ ভেবে ২য় বার আবার পড়ি নাই কিন্তু নামাজ শেষে মনে হচ্ছে র উচ্চারণ হয় নি,, আর না হয়ে থাকে এতে কি নামাজ ফাসিদ হয়ে যাবে?
২.যোহর ও আছরের সালাতে নিম্নস্বরে তেলাওয়াত করতে চাইলে ফিসফিস করে তেলাওয়াত করি এতে আমার রুমে কেউ থাকলে ঐ ব্যাক্তি ও ফিসফিস তেলাওয়াত শুনতে পাই আমি কি পড়ছি,, এর চেয়ে নিম্ন আওয়াজে পড়তে গেলে আমার উচ্চারণ সঠিক ভাবে হয় না যে ঐরকম লাগে। অনেক সময় মুখে দিয়ে আসে না যে ঐরকম লাগে,,, এতে কি নামাযে সমস্যা হবে
২(১) নিম্নস্বরে তেলাওয়াত করতে গেলে অনেক হরফ উচ্চারণ করতে সমস্যা হয়,,,, অনেক সময় উচ্চারণ ই করতে পারি না যেমন ح ع ص ض.
[কিন্তু নামাজের বাইরে তেমন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ হলে ও কম আবার ঠিক করে নিই।]
তাই সুরা ফাতিহার ২ / ৩ আয়াত বা কোনো কোনো শব্দ ও ২ বার অনেক সময় আরো বেশি বার উচ্চারণ করা লাগে,, অনেক সময় ৪ আয়াতের বেশি একাধিক বার উচ্চারণ করেছি সন্দেহে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিই,,,অনেক নামাজ ২ বার অনেক সময় ৩ বার ও পড়ে ফেলি সন্দেহের কারণে ,,,,, এতে অনেক সময় ও ব্যয় হয় সবার বকা খাওয়া লাগে,,, প্রচুর ওয়াসওয়াসা হয়,,,
তাই প্রায় প্রত্যেক বার নামাজ পড়ে হতাশ হয়ে যায় এরপর নিয়ত করি এরপরের ওয়াক্তে কোনো ভুল করবো না ইন শা আল্লাহ কিন্তু আবার এমন ভুল হয়ে যায়।
৩. সুরা ফাতিহার সিরত্বল মুস্তাক্বীম এর উচ্চারণ এ মুস্তাক্বীম س উচ্চারণ ঠিক হয় ভেবে মুস্তাকীম শব্দটা আবার পড়ি। একবার শুধু মুস্তাক্বীম পড়লে ভুল হবে ভেবে আল মুস্তাক্বীম পড়েছি,,, কিভাবে পড়লে সঠিক হবে এটা নিয়েও দ্বন্দে থাকি,,
৪,,তাশাহুদ ১ম বৈঠক এ একাধিকবার পড়লে সাহু সিজদা ওয়াজিব এখন আমার উচ্চারণ নিয়ে সন্দেহের সমস্যার কারণে কিছু শব্দ বা লাইন একধিকবার উচ্চারণ করি যেমন ওয়া'লা ই'বাদিল্লাহিস স্বলিহীন বা আসসালামু আলাইকা আয়্যুহান নাবিয়্যু অনেকসময় এই দুই বাক্য বা এই দুই বাক্য পরিমাণ কোনো লাইন দুই বার উচ্চারন করে ফেলি,, এতে কি সাহু সিজদা ওয়াজিব হবে,,,আমি সাধারণত সন্দেহের কারণে শেষে দুই সালাম ফিরিয়ে সাহু সিজদা দিই,,,
৫. ض এর উচ্চারণ অনেকটা মোটা د এর মাখরাজ এর উচ্চারণ এর মতো লাগে ,,যেমন গ্বইরিল মাগ্বদ্বুবি বা ওলাদ্দ্বল্লীন এ এতে কী নামাজ এর কোনো সমস্যা হবে?
৫(১) সিরত্বল লাযিনা আনআ'মতা আলাইহিম গ্বইরিল মাগ্বদ্বুবি আ'লাইহিম বলে এখানে থেমে আবার ওয়াদ্দ্বল্লীন বলা যাবে,,এতে কোনো সমস্যা হবে
৬ দোয়া কুনুতের আগে যে আল্লহু আকবর বলে হাত বাধতে হয় সেখানে উচ্চারণ ভুলে হয়েছে মনে করে আল্লহু আকবর ২ বার বললে কি সাহু সিজদা দিতে হবে,,
৭,,,নামাজের মধ্যে অযু ভেংগে গেছে সন্দেহ হলে ঐ সন্দেহকে পাত্তা না দিয়ে নামাজ শেষ করি আর শেষে যদি মনে মনে সন্দেহ বেশি লাগে বা দেখা যায় যে অযু ভেংগেছে তাহলে কি ঈমান চলে যাবে আর যদি এমন হয় অযু করার আগেই কি কালিমা শাহাদাত পাঠ করতে হবে নাকি অযু করে তবেই পাঠ করবো,,
*অনেকদিন উত্তর গুলো খোজার চেষ্টা করেছি,,, আই ফতোয়াতে,,, *
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240120_072312_597.sdocx-->