আসসালামু আলাইকুম,
হুজুর Ai generative syatem দিয়ে আমি হালাল ডিজাইন যেমন ঘর, বাড়ী, গাছ পালা বানিয়ে অন্য কোনও খাতে বিক্রি করে ইনকাম করছি বহুদিন যাবৎ।
কিন্তু মনে সন্দেহ এসে গেল যে, একভাই আমাকে বললো যে Ai নাকি অন্য জনের কপিরাইট করা ইমেজ দিয়ে আমাদের prompt অনুসারে ছবি বানিয়ে দেয়, ফলে Ai copyright আইন ভঙ্গ করে, তাই তাকে দিয়ে হালাল ছবি বানিয়ে ইনকাম করাটা জায়েজ হবে না। তার এই কথা শোনার পর আমার অনেক কষ্ট লাগলো যে আমার এত এত হালাল ডিজাইন দিয়ে করা ইনকাম কিভাবে হারাম হয়ে গেলো!!! বিষয়টা বড়ই আজব এবং কষ্টদায়ক!
তারপর এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি, অনেক জনের সাথে কথা বলার পর
★তাদের একদল বললো যে Ai কে machine learning algorithm দিয়ে আমাদের ওয়েবে থাকা লক্ষ লক্ষ copyright এবং non copyright ছবি দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় যাতে করে সে বুঝতে পারে যে ঘর বাড়ী গাছপালা কাকে বলে, কোনটার আকার আকৃতি কেমন etc. এর পর সে এসব জানার পর সম্পূর্ণ unique ভাবে ছবি বানিয়ে দেয় যা copyright এর আওতায় পড়ে না। Ai নাকি অন্যর copyright image কে model হিসেবে রেখে সেটাকে modify করে অন্য রকম আলাদা আরেকটা ছবি বানিয়ে দেয়। সম্পূর্ণ ইউনিক তৈরী করে। আমরা যেমন অনেক গুলা ডিজাইন প্র্যাক্টিস করার পর আমাদের ডিজাইন সেন্স শার্প হয় এবং আমরা কোয়ালিটি ইউনিক ডিজাইন তৈরী করতে পারেন। সিমিলারলি এআই মডেলগুলোকেও মেশিন লার্নিং এলগোরিদমের মাধ্যমে অসংখ্য ইমেজ দিয়ে ট্রেইন করানো হয়। ফলে এটা হালাল, সে অন্যর copyright হুবহু নকল করে না, এবং অন্যর হক নষ্ট করেনা, তাই Ai দিয়ে বানানো হালাল ডিজাইন বিক্রি করা জায়েজ।
★আবার আরেকদল বলে যে, যেহেতু তাকে traine করা হয়েছে copyright ইমেজ দিয়ে, তাই সে যে ইমেজ বানিয়ে দিবে সেটা অন্যর copyright image চুরি করে আপনাকে দেবে, ফলে অন্যর হক নষ্ট করা হচ্ছে তাই এটা দিয়ে বানানো হালাল ডিজাইন ও বানানো হারাম হবে।
এসব কিছু পর আমি একজন কম্পিউটার সাইয়েন্স নিয়ে পড়াশুনা করেন এমন একজন অভিজ্ঞ ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে "
আপনি যখন একদম ইউনিক ডিজাইন করেন, সেটাও শতভাগ ইউনিক না।
সেটা হচ্ছে পুর্ববর্তীতে যত ধরনের ডিজাইন আপনি প্র‍্যাক্টিস করেছেন সেটারই একটা কম্বাইন আইডিয়া। এভাবেই আপনার ব্রেইন বা নিউরোন সিস্টেম কাজ করে, ঠিক আপনার ব্রেইনের মতোই এআই কাজ করে। সে মূলত কাটছাট করেনা, কপিও করেনা। বরং google এ থাকা হাজার হাজার ছবি দিয়ে ট্রেইন করা ইমেজ থেকে আইডিয়া নিতে ইউনিক একটা ইমেজ জেনারেশন করে।
এখন এই জিনিস কিভাবে ঘটে, সেটা বুঝতে হলে, মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা জানতে হবে।
সরাসরি কপি করলে সেটাকে আমরা আর Ai বলিনা, এআই ডিরেক্ট কোন কিছু কপি করেনা,কাটছাটও করেনা।
Ai এভাবে কাজ করেনা, এমনকি পারেও না। এআই আপনার মতোই আইডিয়া নিয়েই ইউনিক ডিজাইন জেনারেট করে।
একারনে আপনি খেয়াল করবেন, যখন নতুন নতুন কোন এআই টুলস আসে, সেটা অনেক ভুল করে, কারন তার অভিজ্ঞতার আর ট্রেইনিং এর ঘাটতি থাকে, কিন্তু যত পুরনো হয় তার অভিজ্ঞতাও বাড়ে তার কাজও পার্ফেক্ট হতে থাকে।
সে একদম মানুষের ব্রেইনের মতোই কাজ করে। শুধু পার্থক্য হচ্ছে - এআই এর মধ্যে কোন আবেগ-অনুভূতি নাই।
মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এর মতো এতো কঠিন টপিক ৫ঘন্টা আলোচনা করেও বুঝানো মুশকিল হবে। এগুলা কম্পিউটার সায়েন্সের সবচেয়ে এডভান্স টপিকগুলোর মধ্যে অন্যতম।
তাছাড়া এগুলা বুঝতে হলে আগে আপনাকে প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, এলগোরিদম, লিনিয়ার আলজেব্রা, স্ট্যাটিস্টিক্স এবং ক্যালকুলাসের মতো হায়ার ম্যাথের বিষয় গুলো কভার করতে হবে।"
তারপর ভাইটিকে আমি শেষ জিজ্ঞাসা করলাম যে " তারমানে এটা নিশ্চিত যে Ai অন্যর images যেগুলোর উপর তাকে train করা হয়েছিলো সেখানে থেকে সে হুবহু কপি করে, মানে Ai ছবি গুলো নিজ থেকে বানায় তাই না?"
তখন ভাইটি বললো যে হ্যাঁ, নিশ্চিত। তবে কন্টেন্ট ( মানে ডিজাইনগুলো প্রাণী বা বেপর্দা) হারাম না হলেই হয়।
এই হলো একজন Ai বিশেষজ্ঞ থেকে জানা তথ্য
১| এখন হুজুর এই ২ দলের মাঝে আপনাদের মতামত কি? আর Ai দিয়ে হালাল ছবি বানিয়ে বিক্রি করা হারাম?
২| হুজুর Ai দিয়ে বানানো সম্পূর্ণ ইসলাম সমর্তিত হালাল ডিজাইন বানিয়ে সেল করা কি জায়েজ আছে?
আমাকে সঠিক উত্তর দিন, যাতে মনের সংকোচ দূর করতে পারি।