আসসালামু আলাইকুম , আমার ল্যাপটপের সমস্যা হলে Windows দেওয়ার প্রয়োজন পরে , Windows দেওয়ার জন্য অন্য একটি কম্পিউটার প্রয়োজন হয় আমি windows ফাইলটি ফোনে ডাউনলোড করে , পেনড্রাইভ এ বুট করার জন্য আমার মামা অনুমতি সাপেক্ষে তার কম্পিউটারের সাহায্য নেই ,কিন্তু আমার মামার ইনকাম তো সমস্যা আছে যেমন সে , গ্রামীন ব্যাংকের একটি শাখা প্রতিষ্ঠানে কাজ করে , তাছাড়া সে পোস্ট অফিসে টাকা রেখে সুদ খায় । আমার ল্যাপটপে যে আমি তার জিনিসের সাহায্যে উইন্ডোজ দিয়েছি তার বিধান কি ? আমি কি এর বিনিময়ে ছওয়াবের আশা ছাড়া কিছু অর্থ কম্পিউটার ব্যবহারের মজুরি বাবদ সদকা করলে আমার ল্যাপটপ ব্যাবহার বৈধ হবে ???