আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম,
একটা বিষয়ে জানতে চাই সেটা হলো,
মাস তো ৩০ দিনেই হয় এবং ৩১ দিনেও হয়।

আমার প্রশ্ন হলো,

কুরআনে যে চার মাস বা তিন মাসের কথা উল্লেখ আছে।

মানুষ এই মাস কতদিনে গননা করবে????

তিনমাস কোন কোন মাসে ৯০ দিন হয় আবার ৯২ দিন ও হয়।

আমার প্রশ্ন হইলো,
কোন কোন তিনমাস হয় ৯২ দিনে আবার কোন কোন তিনমাস হয় ৯০ দিনে।

এখন কোন ব্যক্তি কি মাস ধরেই দিন গননা করবে???
না শুধু ইংরেজি ক্যালেন্ডারে তিন মাস ই হিসাব করবে সেটা ৯০ বা ৯২ দিন হয় দেখার প্রয়োজন নাই????

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো কোনো মহিলার স্বামী মারা গেলে তার স্বামীর বাড়িতে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হবে।  

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
   
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ [٢:٢٣٤] 

আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা নিলে কোন পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ইদ্দতের গণনা আরবি মাস হিসেবে করতে হবে। ইংরেজি বা বাংলা মাস হিসেবে নয়।
,
যদি কোনো মহিলার স্বামীর মৃত্যু আরবি মাসের এক তারিখে হয়,সেক্ষেত্রে সেই মহিলা আরবি মাস হিসেবে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। চাই কোনো মাস ২৯ হোক না কেনো।

আর যদি কোনো মহিলার স্বামীর মৃত্যু আরবি মাসের মাঝের দিকে মারা যায়,সেক্ষেত্রে তার ইদ্দত ১৩০ দিন হবে।

فتاوی شامی":

'' في المحيط: إذا اتفق عدة الطلاق والموت في غرة الشهر اعتبرت الشهور بالأهلة وإن نقصت عن العدد، وإن اتفق في وسط الشهر. فعند الإمام يعتبر بالأيام، فتعتد في الطلاق بتسعين يوماً، وفي الوفاة بمائة وثلاثين''. (3/ 509)
সারমর্মঃ-
যদি তালাকের ইদ্দত আর মৃত্যুর ইদ্দত এক হয়ে যায়,সেক্ষেত্রে মাসের হিসাব চন্দ্র দ্বারা করা হবে। যদিও সংখ্যা হতে কম হোক।
আর যদি মাসের মধ্যের দিকে এক হয়ে যায়,তাহলে ইমাম আবু হানিফা রহঃ এর নিকটে দিন হিসাব করে ইদ্দত পালন করবে। তালাকের ক্ষেত্রে ৯০ দিন আর মৃত্যুর ক্ষেত্রে ১৩০ দিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...