আসসালামু আলাইকুম,
একটা বিষয়ে জানতে চাই সেটা হলো,
মাস তো ৩০ দিনেই হয় এবং ৩১ দিনেও হয়।
আমার প্রশ্ন হলো,
কুরআনে যে চার মাস বা তিন মাসের কথা উল্লেখ আছে।
মানুষ এই মাস কতদিনে গননা করবে????
তিনমাস কোন কোন মাসে ৯০ দিন হয় আবার ৯২ দিন ও হয়।
আমার প্রশ্ন হইলো,
কোন কোন তিনমাস হয় ৯২ দিনে আবার কোন কোন তিনমাস হয় ৯০ দিনে।
এখন কোন ব্যক্তি কি মাস ধরেই দিন গননা করবে???
না শুধু ইংরেজি ক্যালেন্ডারে তিন মাস ই হিসাব করবে সেটা ৯০ বা ৯২ দিন হয় দেখার প্রয়োজন নাই????