ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইসরাঈলী পণ্য সম্পর্কে হালাল হারাম বিধান নিম্নোক্ত তিনটি কারণের যেকোনো কারণে হতে পারে। যথাঃ-
(ক) এলকোহলঃ সকল প্রকার এলকোহল সম্পর্কে হারামের বিধান জারি করা যাবে না,যতক্ষণ না তাতে হারামের বিধান সুস্পষ্ট পাওয়া যাচ্ছে।এ বিষয়ে বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/165
(খ) শূকরের চর্বিঃ শূকরের চর্বি হারাম।কম হোক বা বেশী হোক।তবে যদি সেটা ভিন্নরূপ ধারণ করে নেয়,তবে তাতে রূখসত চলে আসে।যদিও ব্যবহার না করাই উত্তম ও তাকওয়ার নিকটবর্তী।বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/425
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইসরাঈলের পণ্য ক্রয় না করার যে ফাতাওয়া দেয়া হয়ে থাকে,সেটার উদ্দেশ্য হল, ইসরাঈলকে অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, দুর্বল করা। সুতরাং কোথাও যদি ইসরাঈলি পণ্য ক্রয় না করলে - বা এমন কোনো প্রতিষ্টান যারা ইসরাঈলকে সাহায্য করে থাকে- তাদের পণ্য ক্রয় না করলে যদি নিজেকেই ক্ষতিগ্রস্ত হতে হয়, তাহলে তখন ঐ সমস্ত কম্পানির হালাল পণ্য ক্রয় করা জায়েয হবে। সুতরাং আপনার পরিস্থিতি বিবেচনায় আপনার জন্য ওয়ালমাটের পণ্য ক্রয় জায়েয হবে।