আসসালামু আলাইকুম শাইখ
আমি সাবালক কিন্তু এখনো বাবা মার অধীনে থাকি। আমি একটি কম বেতনের চাকরি তে ঢুকতে চাচ্ছি। কিন্তু আমার মা বাবার স্বপ্ন আমি সরকারি চাকরি করি বা উচ্চ মর্যাদা আছে এমন কোন চাকরি করি যেসব জায়গায় অনেক বিদাত,নাজায়েজ/হারাম রয়েছে। আমি সেই চাকরি করতে নারাজ ,হারাম/নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার আশংকায়। আমি যদি কম বেতনের চাকরি তে ঢুকি যেটি হালাল, এতে আমার পিতা মাতা অনেক কষ্ট পাবে ,মনক্ষুণ্ণ হবে। প্রাথমিকভাবে ,আমার সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ার অবস্থাও হতে পারে। তারা আমাকে অনেক টাকা দিয়ে পড়াশুনা করিয়েছে বিধায় তারা দাবী করে , তাদের চাওয়া পূরণ করতে।উল্লেখ্য আমার পিতা ব্যংকে চাকরি করে। আমার জন্য নিজের হালাল ইনকাম করা খুব জরুরি। এমতাবস্থায় আমার কি করণীয়?