আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১.ইস্তিয়াজা অবস্থায় প্রতি ওয়াক্তের নামাজের আগে প্যাড চেঞ্জ করে সালাত আদায় করতে হবে? যদি প্যাডে কোনো রক্ত না থাকে তবুও কি প্যাড চেঞ্জ করতে হবে?
২. আমার আলহামদুলিল্লাহ পিরিয়ড রেগুলার হয়, পিরিয়ডের ২য়, ৩য় দিন ব্লাড ফ্লো বেশি থাকে। তবে যে মাসে ব্লাড ফ্লো কম হয়, সে মাসে পিরিয়ড শেষ হয়ে আবারও ১৫ দিনের মধ্যে পিরিয়ড শুরু হয়। তখন ব্লাড ফ্লো অভ্যাস মত হয়ে, পিরিয়ড শেষ হয়। এমতাবস্থায় কি সালাত আদায় করতে হবে?