বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সগিরা গুনাহ কাকে বলে? কোন গুনাহগুলি সগিরাহ গুনাহের পরর্যায় ভুক্ত?
~~~~~~~~
যে সব গুনাহ কবিরা বা বড় গুনাহ নয় সেগুলোকেই সগীরা বা ছোট গুনাহ বলা হয়। সগীরা গুনাহ সম্পর্কে জানতে হলে কবীরগুনাহগুলো জানতে হবে। অর্থাৎ যে সকল গুনাহ কবীর পর্যায়ের নয় সেগুলোই সগীরা।
এর কোন সীমা সংখ্যা নাই।
*কতিপয় সগীরা বা ছোটগুনাহ*
কোন পর নারীর দিকে দৃষ্টিপাত করা,
জুমার ২য় আযানের সময় বেচাকেনা করা,
নামাযরত অবস্থায় এদিক ওদিকে দৃষ্টিপাত করা,
নামায অবস্থায় কাপড়, দাড়ি, বা শরীরের কোন অঙ্গ নিয়ে খেলা করা,
বিয়ের প্রস্তাবের উপর তার চুড়ান্ত সিদ্ধান্তের আগে অন্যজন প্রস্তাব করা,
বেচাকেনার ক্ষেত্রে কেউ দরদাম করছে এমতবস্থায় তার শেষ হওয়ার আগে আরেকজন এসে দরদাম শুরু করা,
স্ত্রীকে এক বৈঠকে একাধিক তালাক দেয়া,
ঋতু চলাকালীন সময়ে তালাক দেয়া
অতিরিক্ত ঝগড়া-ঝাটি করা,
গীবত শুনে চুপ থাকা,
পাপী লোকদের সাথে (দাওয়াত দেয়ার উদ্দেশ্য ছাড়া) উঠাবসা করা,
খোলা স্থানে কিবলার দিকে মুখ করে বা কেবলাকে পেছনে করে পেশাব-পায়খানা করা,
বিনা প্রয়োজনে উপকারহীন কথাবার্তা বলা ইত্যাদি।
*তবে মনে রাখা প্রয়োজন*
বিজ্ঞ আলিমগণ বলেছেন:
_কোন ছোট গুনাহকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বারবার করে বা তুচ্ছ মনে করে করে তখন তা আর ছোট থাকে না বরং তা বড় গুনাহে পরিণত হয়।(সংগৃহিত)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কেউ কোনো ছগীরা গুনাহকে গুনাহই মনে না করে, তাহলে সেটা কবিরা গোনাহ।আর কবিরা গোনাহ তাওবাহ ব্যতীত মাফ হবে না। আর কেউ যদি কোনো কবীরা গুনাহকে গুনাহই মনে না করে তাহলে তার অপরাধ আরো জগন্যতম।কুরআন হাদীস দ্বারা অকাট্যভাবে কবিরা প্রমাণিত কোনো গোনাহকে কেউ অস্বীকার করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে।